সত্য মিথ্যে
----------হাসনাত
সত্য কথায় সর্বনাশ,
নগ্নসত্যে সাড়ে সর্বনাশ।
হজম হয়না হাসফাস,
বদহজমে নাভিশ্বাস।
খনার বচনে বলে তবু,
মিথ্যে হয়না সত্যি কভু।
কিন্তু এই যে কলির কাল,
সত্য মিথ্যায় বেসামাল।
মিথ্যেটারই হচ্ছে জয়,
সত্য হচ্ছে পরাজয়।
মরার পরে স্বর্গ হবে,
সত্য ধরে যেজন রবে।
সত্য নিয়ে তাই সৎজন
করছে লড়াই প্রানপণ।
----------হাসনাত
সত্য কথায় সর্বনাশ,
নগ্নসত্যে সাড়ে সর্বনাশ।
হজম হয়না হাসফাস,
বদহজমে নাভিশ্বাস।
খনার বচনে বলে তবু,
মিথ্যে হয়না সত্যি কভু।
কিন্তু এই যে কলির কাল,
সত্য মিথ্যায় বেসামাল।
মিথ্যেটারই হচ্ছে জয়,
সত্য হচ্ছে পরাজয়।
মরার পরে স্বর্গ হবে,
সত্য ধরে যেজন রবে।
সত্য নিয়ে তাই সৎজন
করছে লড়াই প্রানপণ।