[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শনিবার, ২ মে, ২০২০

তোমায় চাওয়ার গল্প

তোমায় চাওয়ার গল্প
******************************

কীভাবে বলো,

এড়িয়ে যাই আর,
কেন এভাবে তোমায় চায় মন।

হয়তো সময়,
আসবে না বারেবার
যেভাবেই হোক বেঁধে ফেলি এখন।

বুকের কাছে কান পেতেছি রোজ,
শুনতে চেয়ে, শুনেছি বেশি আরও।
যতটুকু ভেবেছিলাম আমি চাই,
পেরিয়েছে মন সীমানা তারও।

অভিমানি এই বিকেল ফুরোলে,
হতে পারে একটা-দুটো ভুল।
হাওয়া ঘেঁষে।, ছুঁয়ে যেতে পারে,
তোমার আমার তৃষ্ণার্ত আঙুল।

যতদূর খুঁজি,
দুচোখ বুজে,
তুমি ছবি আঁকো ভাবনারও।

বুকের কাছে কান পেতেছি রোজ,
শুনতে চেয়ে, শুনেছি বেশি আরও।
যতটুকু ভেবেছিলাম আমি চাই,
পেরিয়েছে মন সীমানা তারও।

কীভাবে বলো,
এড়িয়ে যাই আর,
কেন এভাবে তোমায় চায় মন।

হয়তো সময়,
আসবে না বারেবার
যেভাবেই হোক বেঁধে ফেলি এখন।

বুকের কাছে কান পেতেছি রোজ,
শুনতে চেয়ে, শুনেছি বেশি আরও।
যতটুকু ভেবেছিলাম আমি চাই,
পেরিয়েছে মন সীমানা তারও।

][ সমাপ্ত ][

সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

তোমার ভালোবাসা স্পর্শ


তোমার ভালোবাসা স্পর্শ


image
কোনো কিছুই শাশ্বত নয়;
আমার
প্রেম…
কাম…
স্পর্শ…
আর অন্য কিছুর জন্য অবসন্ন ভাবে তাকিয়ে থাকা;
বিমর্ষ স্মৃতি শুধু কেঁপে কেঁপে স্বর্গীয়ভাবে
মোহিত করতে পারে আমাকে।
পুঞ্জ পুঞ্জ নিবিড় গাঢ়  দুঃখগুলো বৃদ্ধি পেয়ে এক সরোবরের
জন্ম দেয়; পুষ্পচদ্র শুধু সেখানেই জন্ম নিতে পারে,
গাঢ় দুঃখগুলো আরও নীলাভ হ’য়ে রক্ত মাংসে হিল্লোল ছড়ায়।
আমার সমস্ত স্বরমালা বিছিয়ে যখন রচনা করি স্নিগ্ধ মোহিত কবিতা;
যা অপার সৌন্দর্য পেতে থাকে তোমার নিটোল মুক্তোর স্পর্শে।
আমি জানি আমার কবিতা কখনও তোমার স্তব গাবে না !
তবুও তোমার সমস্ত স্বত্বায় আঁখিতাঁরায় গেঁথে রবে নিঃশব্দে।

রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

আমি অপেক্ষায় আছি...




আমি অপেক্ষায় আছি...



রাতের আকাশে হাজার তারার ভিড়ে আমি একাকী হারিয়ে যেতে চাই, পারি না!
আনমনে অবাক হই...হারিয়ে যেতেও কি তবে সঙ্গী লাগে?
যদি তা-ই হয়...আমি অপেক্ষায় আছি...
দুপুরের ব্যস্ত রোদে আমি একলা হাঁটি,
হাতের আইসক্রিমটা আধ খাওয়াই রয়ে যায়।
আমি অপেক্ষায় আছি...পাশাপাশি হাঁটবো বলে...
ভরা সন্ধ্যায় উতলা হাওয়ায় চুল এলিয়ে বারান্দার গ্রিল ধরে অপেক্ষার জন্য
আমি অপেক্ষায় আছি...
মাঝরাতে মুঠোফোনে কেউ আমায় মনে করিয়ে দেয় না, আজ কোজাগরী পূর্ণিমা।
জ্যোৎস্না তাই অধরাই থেকে যায়।
সেই জ্যোৎস্নায় স্নানের অপেক্ষায় আছি..
শীতের ভোরে আগুন গরম কফির মগ হাতে যখন দাঁড়িয়ে থাকি ছোট বারান্দায়...
তখন কোনো গভীর চোখ আমাকে জোড়া শালিক খুঁজে দেয় না।
আমার চোখে পড়ে শুধু ডানা ভাঙ্গা বিষণ্ণ শালিকটা।
আমি অপেক্ষায় আছি...সেই জোড়া শালিক দেখার...
যখন আমার এলোমেলো ভাবনাগুলো ক্লান্ত হয়ে আমার মধ্যেই মিশে যায়...
যখন অচেনা সুরে আমি গাই কষ্টগুলো...
নিয়ন আলোর বর্ণমালায় লিখা কবিতাটা যখন অপিরিচিত মনে হয়...
তখন কেউ আমায় ছুঁয়ে দেয় না।
আমি অপেক্ষায় আছি...সেই ভালোবাসার স্পর্শের...


বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪

miss you...


সত্যিকার ভালোবাসা কি জানো ?
তুমি আমায় ভালোবাসো না......এটা জেনেও
আমি তোমায় অনেক ভালোবাসি ।
তুমি আমায় অবহেলা করো জেনেও,
তোমার অবহেলায়ও আমি অনেক
সুখ অনুভব করি ।
 
কারণ,
আমি যে তোমায় অনেক ভালোবাসি ।
তুমি আমায় চাওনা জেনেও,তোমায়
আমি পাওয়ার আশা করি ।
 
পাই বা না পাই,তুমি ফিরে আসবে এইটুকু
আশা নিয়ে তোমার জন্য অপেক্ষায় থাকি
 
কারণ.....
আমি যে তোমায় অনেক বেশি ভালোবাসি ।
 
আর এটাই তোমার
প্রতি আমার সত্যিকার ভালোবাসা ।
সত্যিই আমি তোমায় অনেক ভালোবাসি
 
Miss You…


তুই


তুই


তুই হয়তো প্রথম কবিতা ছিলিনা আমার
তোকে শেষের কবিতা বানাতে চাই..
তুই হয়তো প্রথম ভাবনা ছিলিনা আমার
তোকে ভেবে ভেবে হাসতে চাই..
তুই হয়তো প্রথম কিছুই ছিলিনা আমার
তোকে যে চিরস্থায়ী করতে চাই...

                                   

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪

বিবাহ বার্ষিকী

বিবাহ বার্ষিকী



অচেনা দুটি পথ
অজানা দুদেহ-মন।
মিলনের বারি সিঞ্চনে
বেছে নিল শুভক্ষন।
হল পরিচয়,হল পরিণয়
শুরু হল পথচলা পাশাপাশী।
শুরু হল ভাগাভাগি,জীবনের অনুভূতি
সুখ-দুখ,কান্না-হাসী।
জল গড়িয়ে কেটে গেল দিন
স্বপ্নের আগামীর ঠায় হল অতীতে।
সুখনের দিনগুলো আজ
ঠায় পেল রুপোলী স্মৃতি ফিতেতে।
আজকের ভোর খুলে দিল দোর
খুলে গেল স্বপ্নীল স্মৃতির ফিতে।
আজ দিন তবে হোক রঙিন
পাশাপাশী বসে হাতে হাত রেখে।
কামনার জানালা রুপোলী কিরনে ভরা
দৃষ্টির সীমানায় স্বর্গীয় রেখা।
আজকের কামনা,বিনীত প্রার্থনা
আজীবন সুখে-দুখে পাশাপাশী থাকা।
জীবনের পথ হোক সুখময়
ধুয়ে যাক হতাশার শেষ ক্লান্তি টি।
উদয়ের আলোক উপচে পড়ুক
শুভ হোক সতেরতম বিবাহ বার্ষিকী।