চলছে জীবন একা একা
জমাট ব্যথা কষ্ট কথা
কাব্য খাতায় আঁকছি যথা
শিকড় ছাড়ার রূদ্ধ প্রথা
বুকের খাঁজে জমছে তথা।
শূন্য এপ্রাণ বদ্ধ জীবন
চমকে উঠে যখন তখন
কাঁটা তারের বেঁড়া কখন
গঁজিয়ে উঠে ইচ্ছে মতন।
ইচ্ছে নিয়ে অনিচ্ছেতে
বেঁচে আছি কোনোমতে
রূষ্ট জীবন দুষ্ট স্রোতে
ছুটছে কেবল বক্র পথে।
কালো আকাশ মেঘে ঢাকা
থেমে আছে জীবন চাকা
ভ্রষ্ট পথে ঘুরছি ফাঁকা
চলছে জীবন একা একা।
______________________
জীবন একা, একলা তেপান্তর।
জমাট ব্যথা কষ্ট কথা
কাব্য খাতায় আঁকছি যথা
শিকড় ছাড়ার রূদ্ধ প্রথা
বুকের খাঁজে জমছে তথা।
শূন্য এপ্রাণ বদ্ধ জীবন
চমকে উঠে যখন তখন
কাঁটা তারের বেঁড়া কখন
গঁজিয়ে উঠে ইচ্ছে মতন।
ইচ্ছে নিয়ে অনিচ্ছেতে
বেঁচে আছি কোনোমতে
রূষ্ট জীবন দুষ্ট স্রোতে
ছুটছে কেবল বক্র পথে।
কালো আকাশ মেঘে ঢাকা
থেমে আছে জীবন চাকা
ভ্রষ্ট পথে ঘুরছি ফাঁকা
চলছে জীবন একা একা।
______________________
জীবন একা, একলা তেপান্তর।