[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ২৩ জুন, ২০১৩

সেবার বর্ষায়..


 সেবার বর্ষায়..


আকাশে ঘন মেঘের উত্তরোত্তর জমা,
অবিশ্রাম বারিপাতের সঙ্গে বাতাস-
বাঁধ ভাঙার সেই ভেজা রাতে
ব্যাকুল দৃষ্টিতে চেয়ে রয়েছিলে তুমি
...
ঝাপসা জানালার কাঁচ দিয়ে বড় রাস্তার দিকে
আস্টেপৃষ্টে উপভোগ করতে প্রাকৃ্তিক মিমিক্রি ।
তুমি থাকতে পারনি সেদিন হয়ে গৃহবন্দি
নুপুর পায়ে ছুটে গিয়েছিলে
সরু শিরির পাকদন্ডী বেয়ে
নিচে সোজা ভেজা রাস্তায়
পৃথিবীর কোনো আদিম রহস্য উন্মোচনের আশায় ।।
মন ভরে ভিজেছিলে তুমি সেবার
মেঘবালিকাদের হাতছানি দেওয়া ডাকে
চিরযৌবন ও তারুন্যের প্রতীক বর্ষায় ।
বাঁধ ভাঙার সেই রাতে
আমিও তো বৃষ্টি হয়ে ছুঁয়েছিলাম
তোমার নরম ঠোঁট,
নদী হয়ে তোমার শরীরের পাকদন্ডী বেয়ে
বয়ে গিয়েছিলাম আমি ।
ঘন কালো বিনুনী করা চুলের সূচীভেদ্য অন্ধকারে
হাঁড়িয়ে গিয়েছিলাম আমি,
আস্টেপৃষ্টে উপভোগ করেছিলাম সেদিন
তোমার ভেজা যৌবন,
সেবার বর্ষায় ।।

কোন মন্তব্য নেই: