উড়োচিঠি
মনে পড়ে নির্ঝরিনী,তোমার নকশা কাঁটা আঁচলে
আচ্ছাদিত নবযৌবন সম্পন্ন কায়ায়
যেদিন প্রান সঞ্চার করেছিল নন্দ-দুলালের বাঁশি,
নগনদী হয়ে বয়েছিলে তুমি
সেদিন আমার নির্জীব কায়ায়
... হিমালয় হতে কন্যাকুমারী।
নিদাঘপীড়িত রক্তশূন্য এ বুকে
চুপিসারে দানা বেঁধেছিল
নিষ্কলঙ্ক নিষ্কলুষ ভালোবাসা ।
ষড়ঋতুর ঘাত প্রতিঘাতে
ক্রমেই পক্ক হয়েছিল সে।
কথা ছিল, হাড়িয়ে যাব
দূর হতে দূরে নিরালায় ।
চাঁদনি রাতের জোৎস্না তলে
ভাগাভাগি করে নিব সবুজ বিছানা ।
কিন্তু কই, কই-
সভ্যতার কংক্রিটের বেড়াজালে
সে তো আজ ইতিহাস,
নিছকই আমার অতীতে
অবলীলায় কুঁড়িয়ে পাওয়া
পরশপাথর মাত্র ।।
*******************************************************আচ্ছাদিত নবযৌবন সম্পন্ন কায়ায়
যেদিন প্রান সঞ্চার করেছিল নন্দ-দুলালের বাঁশি,
নগনদী হয়ে বয়েছিলে তুমি
সেদিন আমার নির্জীব কায়ায়
... হিমালয় হতে কন্যাকুমারী।
নিদাঘপীড়িত রক্তশূন্য এ বুকে
চুপিসারে দানা বেঁধেছিল
নিষ্কলঙ্ক নিষ্কলুষ ভালোবাসা ।
ষড়ঋতুর ঘাত প্রতিঘাতে
ক্রমেই পক্ক হয়েছিল সে।
কথা ছিল, হাড়িয়ে যাব
দূর হতে দূরে নিরালায় ।
চাঁদনি রাতের জোৎস্না তলে
ভাগাভাগি করে নিব সবুজ বিছানা ।
কিন্তু কই, কই-
সভ্যতার কংক্রিটের বেড়াজালে
সে তো আজ ইতিহাস,
নিছকই আমার অতীতে
অবলীলায় কুঁড়িয়ে পাওয়া
পরশপাথর মাত্র ।।
Urochithi
mone pore nirjhorini,tomar noksha kata anchole
acchadito nabojoubon sampnno kayay
jedin pran sanchar korechilo nando-dulaler banshi
nognodi hoye boyechile tumi
sedin amar nirjib kayay
himalay hote konyakumari.
nidaghpirito raktasunno e buke
chupisare dana bendhechilo
niskalonko niskolush bhalobasa.
saroritur ghat protighate
kromei pakka hoyechilo se.
kotha chilo, hariye jabo
dur hote dure niralay.
chandni raater jotsna tole
vagavagi kore nibo sabuj bichana.
kintu koi, koi--
sobhyotar konkriter berajale
se toh aj itihas,
nichokii amar otite
obolilai kurie paoa
paroshpathar matro.
mone pore nirjhorini,tomar noksha kata anchole
acchadito nabojoubon sampnno kayay
jedin pran sanchar korechilo nando-dulaler banshi
nognodi hoye boyechile tumi
sedin amar nirjib kayay
himalay hote konyakumari.
nidaghpirito raktasunno e buke
chupisare dana bendhechilo
niskalonko niskolush bhalobasa.
saroritur ghat protighate
kromei pakka hoyechilo se.
kotha chilo, hariye jabo
dur hote dure niralay.
chandni raater jotsna tole
vagavagi kore nibo sabuj bichana.
kintu koi, koi--
sobhyotar konkriter berajale
se toh aj itihas,
nichokii amar otite
obolilai kurie paoa
paroshpathar matro.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন