বন্ধুত্ব--- প্রান খোলা হাসির সাথে একটুখানি রাগ।
বন্ধুত্ব--- অভিমান ও চরম পাগলামি
বন্ধুত্ব--- চিরদিন থাকবে নতুন এবং দামি।
বন্ধুত্ব--- স্কুলের ক্যান্টিনে বসে আড্ডা দেওয়া
বন্ধুত্ব--- বন্ধুর সুখ-দুঃখ ভাগ করে নেওয়া।
বন্ধুত্ব--- আকালভরা আলোর মাঝে একটুখানি বৃষ্টি
বন্ধুত্ব--- নলের গুড়ের রসগোল্লার মতন মিষ্টি।
বন্ধুত্ব--- সকালবেলার ঘাসের উপর শিশিরের এক বেদনা
বন্ধুত্ব--- মনের ভেতর বন্ধুর হঠাৎ আনাগোনা।
বন্ধুত্ব--- হঠাৎ একদিন বন্ধুকে খুঁজে না পাওয়া
বন্ধুত্ব--- পরমুহূ্র্তে ফিরে পেয়ে তাকে বুকে জড়িয়ে নেওয়া।
বন্ধুত্ব--- জীবনের অনবদ্য, অপরিহায অংগ
বন্ধুত্ব--- চিরদিন যেন থাকে আমার সাথে বন্ধুদের সংগ।