[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ৪ জুলাই, ২০১২

বন্ধুত্ব...





বন্ধুত্ব--- গোপন কথার অনেকখানি ভাগ।
বন্ধুত্ব--- প্রান খোলা হাসির সাথে একটুখানি রাগ।

বন্ধুত্ব--- অভিমান ও চরম পাগলামি
বন্ধুত্ব--- চিরদিন থাকবে নতুন এবং দামি।

বন্ধুত্ব--- স্কুলের ক্যান্টিনে বসে আড্ডা দেওয়া
বন্ধুত্ব--- বন্ধুর সুখ-দুঃখ ভাগ করে নেওয়া।

বন্ধুত্ব--- আকালভরা আলোর মাঝে একটুখানি বৃষ্টি
বন্ধুত্ব--- নলের গুড়ের রসগোল্লার মতন মিষ্টি।

বন্ধুত্ব--- সকালবেলার ঘাসের উপর শিশিরের এক বেদনা
বন্ধুত্ব--- মনের ভেতর বন্ধুর হঠাৎ আনাগোনা।

বন্ধুত্ব--- হঠাৎ একদিন বন্ধুকে খুঁজে না পাওয়া
বন্ধুত্ব--- পরমুহূ্র্তে ফিরে পেয়ে তাকে বুকে জড়িয়ে নেওয়া।

বন্ধুত্ব--- জীবনের অনবদ্য, অপরিহায অংগ
বন্ধুত্ব--- চিরদিন যেন থাকে আমার সাথে বন্ধুদের সংগ।

রবিবার, ১ জুলাই, ২০১২

বন্ধু আয়....


বন্ধু আয়....

 
হয়ত আজও তোর টিফিন খুলে,
লুকোচুরি খেলা,
ঘন্তা পরার আনন্দে তোর
গলা জরিয়ে ধরা,
ছুটির শেষে আনন্দের বেশে
পাশের মাঠে দৌড়,
কাটা ছেঁড়া পায়ে আমার
তোর শৈশবের আদর,
নরম সুরে কেদে উঠে
জামা টানিস আমার,
বেঞ্চের উপর একই সাথে
শাস্তি ছিল দারুন...
হঠাথ করে একদিন
নতুন পোশাক পরে,
খোলা হাঁটু ধেকে গেল,
বড় হওয়ার টানে,
নিষিদ্ধ কিছু আবেগ
দূরে করে দিল,
টিফিন তার বক্সে এখন
একলা পরে রইল...।।
 

দাহনিক...

 
দাহনিক... 

 সে দৃশ্য দহনে জানিনে ছিল
কতখানি প্রকাশ,
নীরব কান্নায় ভুলে তবু দেখেছি
আমায় নিয়ে উপহাস ।
কখনো ভিড়ে প্রশ্নখানি ছুঁড়ে,আজও ঘাসের উপর
দুই হাঁটুতে চিবুকের আদর
---উত্তর অপেক্ষার ডাক ।
ঠিকানার ভুল বা তোমার
তদন্তের ভিড়ে জেরবার,
মন বলে ডেকেছিলাম
কি যায় বা আসে তাতে,
কোনও দিন তারই পরা ধোঁয়া
আমায় কালি মাখাতে,
ছুটবে আমার নিশান ধাওয়ায়,
সমাজের ক্রোশ উপেক্ষায়;
অন্ধ করে দৃষ্টি তোমার
শরীর নামক বস্তু
---হাতড়াতে আবার ।
থামতে গেলে লাগে অনুমতি
নিয়ম ভাঙার ভয়,
কেউ ছন্দের অভাব বলে পুড়িয়ে দেবে
এ কবিতার আর ক্ষয় ।
কেন শুধু ছায়া হয়ে পিছু আমার
কেন তবে তাঁর বক্ষ নিরাকার ?
কেন শূন্য গুপ্তধনের দ্বার,
গর্ভের একি বিভীষিকা
---কেন এ আর্ত অঙ্গীকার ?
কলমে কেন চলে শব্দ
সে আমার জেদে,
নিয়মে কেন বলবত তুমি
বিস্মৃত অঙ্গ বিচ্ছেদে ।
ক্ষেদ শুধু দেওয়াল ঘড়ির
মিছে কথা বলেছিল কেউ
সে তো জানতনা আবর্তের মাঝে নেই
---তাঁর এগিয়ে চলার কেউ ।
লোভ তুমিও কেড়ে নিলে,
ক্ষান্ত মরীচিকার আহ্বান ......
আজ দুচোখে দু-ফোঁটা রক্ত
---বিবর্ণ দৃশ্য রঙ্গে বেমানান...।।

 

প্রহেলিকা--



প্রহেলিকা--যত্ন করে ভালোবাসো
-----শব্দ করে নয়,
তাকে দুমড়ে মুচড়ে ফেলোনা,
-----দাবীর বিছানায়।
যদি রোদ ভালোলাগে
-----তাকে দাও আলো,
যদি চাঁদের রঙে আচ্ছন্ন হও
-----পড়াও তাকে কালো।
তাকে বুঝতে দাও, কেমন
-----ভাঙবে সে শিকল,
তাকে জানতে দাও, কেমন
-----নেবে তোমার আগল।
সে মায়া, সে কায়া, মিথ্যে
-----এসব দিওনা নাম তার,
সে যে ভীষণ অভিমানী,
-----মান ভাঙানো দায়সার।
সুখের অবয়ব সাজাও যত্নে
-----সুখ তবে ধরবে কি,
সে যে বড়ই বাঁধন ছাড়া
-----ধরলেই দুখ বাদবাকি।
তুমি আলিঙ্গন হও,
-----হও চুম্বন,
তুমি ভাবনা হয়ে ঘেরা আমায়
-----হও হৃদস্পন্দন...।।

Valo Theko....


Valo Theko....




se goveer......dub diye dekho.
onek dukkho....kanna ghor be'n'dhechhe taar buke.
tara aar take chhere jabe na....tara kotha diyeche.
onek aaloy kanna veja chhokh k,
aagrasee lobhi mone hoyeche tomar.
tumi vul chile sedin'o.......
... ... ... sedin taar chhokher jol tomar dukkher kotha bol chhilo.
aar tumi vable..... "protishruti" chay!!!
ki bichaar tomar...!!
aar tumi take kata-chhe'n'ra korona.
praan tahate firbe na,hajaro chesta korleo.
ota je mritodeho,
onek kal agei praan hariechhe,sei hotovagi.
obaak hochho....? oi chokhe tobe ashru keno.....??
o kichhu nah...!!
bahirer moroke kichhu rakha nei,
vitore aaro kanna lukiye achhe.
se sob niyei chole jete cheye chhilo.
hotovagi chay,tumi jeno valo theko. tomar koster din sesh holo...

রাজ-দহন......


রাজ-দহন......



আমার অনুরাগে দহন হয়ে
কখনো থমকে দাঁড়াতে পারো;
তাতে পরে থাকা ব্যথার কুড়িয়ে
চলতে থাকা ব্যায়াম, পরের পৃষ্ঠায়
স্বাগমন ধারণ করতে পারে ।
সেখানে কোথাও বহুযুগের তোমার
উপোষ ভাঙ্গতে পারে, আমার
-- নিরামিষ দাঁতে ।
রং দিলেই যদি নাম বদলায়
তাহলে আমার অঙ্গে আগুন জালিয়ে
পথ দেখার ব্যবস্থাপনায় বিরত থাকতাম,
বরং, আবেগের ভড়ং দেখার জন্য,
কাল-কুঠুরির রাজা সেজে গোটা
ছাদ টা জয় করতে নামতাম না ।
আমার পায়ে রোদ সইল না,
রাজত্ব গেল তাই,
আমার আগুন জলে মন সাদা হল না,
রাজকন্যাও রঙিন জলছবি তাই ।
আমি শুধু প্রান্তদেশের পটুয়া,
লিখছি হলুদ রঙের গান,
খাতা কলমের ভিড় করা আবদারে
খিড়কির বাইরে, ঝুলন্ত অর্ধেক ছাদে,
আমার জলসা নামে পায়রা নাচে,
আজ
---- আমি রাজা পূর্ণ পোষাকে ...।।