সে দৃশ্য দহনে জানিনে ছিল কতখানি প্রকাশ, নীরব কান্নায় ভুলে তবু দেখেছি আমায় নিয়ে উপহাস ।
কখনো ভিড়ে প্রশ্নখানি ছুঁড়ে,আজও ঘাসের উপর দুই হাঁটুতে চিবুকের আদর ---উত্তর অপেক্ষার ডাক ।
ঠিকানার ভুল বা তোমার তদন্তের ভিড়ে জেরবার, মন বলে ডেকেছিলাম কি যায় বা আসে তাতে, কোনও দিন তারই পরা ধোঁয়া আমায় কালি মাখাতে, ছুটবে আমার নিশান ধাওয়ায়, সমাজের ক্রোশ উপেক্ষায়; অন্ধ করে দৃষ্টি তোমার শরীর নামক বস্তু ---হাতড়াতে আবার ।
থামতে গেলে লাগে অনুমতি নিয়ম ভাঙার ভয়, কেউ ছন্দের অভাব বলে পুড়িয়ে দেবে এ কবিতার আর ক্ষয় ।
কেন শুধু ছায়া হয়ে পিছু আমার কেন তবে তাঁর বক্ষ নিরাকার ? কেন শূন্য গুপ্তধনের দ্বার, গর্ভের একি বিভীষিকা ---কেন এ আর্ত অঙ্গীকার ? কলমে কেন চলে শব্দ সে আমার জেদে, নিয়মে কেন বলবত তুমি বিস্মৃত অঙ্গ বিচ্ছেদে ।
ক্ষেদ শুধু দেওয়াল ঘড়ির মিছে কথা বলেছিল কেউ সে তো জানতনা আবর্তের মাঝে নেই ---তাঁর এগিয়ে চলার কেউ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন