[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ৫ আগস্ট, ২০১২

online থেকেই কম্পিউটার বা ইন্টারনেটের ভিডিও ফাইল কনভার্ট করুন

 

online থেকেই কম্পিউটার বা ইন্টারনেটের ভিডিও ফাইল কনভার্ট করুন

আমরা অনেকেই অনলাইন থেকে ভিডিও ফাইল ডাউনলোড করে থাকি কিন্তু দেখা যায় পরে সেটা চলে না । আবার সেগুলো সিডিতে রাইট বা অনলাইনে আপলোড করতে গেলেও হয় না । এই সব সমস্যা সমাধানের জন্য আপনাকে কোন না কোন ভিডিও সফটওয়ার ব্যবহার করতে হয় । কিন্তু মনে করে আপনি এমন এক কম্পিউটার চালাচ্ছেন সেখানে সফটওয়ার ইনস্টল করার পদ্ধতি লক করা বা সেরকম কোন সফটওয়ার নেই যেটা দিয়ে আপনি ভিডিও ফাইলটি কনভার্ট করবেন । কিন্তু এই সব সমস্যাগুলো আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন অনলাইনে বসেই । আপনাকে প্রথমে www.online.movavi.com এ যেতে হবে । সেখানে যদি আপনি অনলাইন থেকে সরাসরি কনভার্ট করতে চান তাহলে Url লেখায় ক্লিক করে কনভার্ট করতে পারবেন আর যদি কম্পিউটার থেকে ফাইল কনভার্ট করতে চান তাহলে file এ ক্লিক করে ভিিডিও ফাইলটি কনভার্ট করতে পারবেন করতে পারবেন । আপনি এখান থেকে সর্বাধিক জনপ্রিয় ১২ টি ফরমেটে কনভার্ট করতে পারবেন যেমনঃ mp4 , avi , 3gp , 3gp2, mpeg , mp3 , flv ইত্যাদি । আপনি একসাথে সর্বাধিক ৫ টি ফাইল কনভার্ট করতে পারবেন এবং ১০০ মেগাবাইট বা ১০ মিনিটের ভিডিও ফাইল কনভার্ট করতে পারবেন । এই ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন ওয়াইডগোট এবং কনভার্টার সফটওয়ার ডাউনলোড করতে পারবেন ফ্রিতে ।

Jism 2 (2012) Full Movie HD


Jism 2 (2012) Full Movie HD

Jism 2 Yeh Jism Song | Sunny Leone, Arunnoday Singh, Randeep Hooda |



Jism 2 Yeh Jism Song | Sunny Leone, Arunnoday Singh, Randeep Hooda | Exclusive Uncensored Video

শনিবার, ৪ আগস্ট, ২০১২

ধ্যানমান সময়ের কবিতা




পাহাড়ের ঘুম ভেঙ্গে
জেগে ওঠে পাথর মিনার
সিঁড়ি ভেঙ্গে উঠে আসে
সময়পুরুষ
মিনারের চূড়াদেশে আসন পেতে
দীর্ঘ রজনী কেটে যায় ধ্যানে
ধ্যান ভাঙে সুললিত কণ্ঠের সুরে
ধ্যান ভেঙে চেয়ে দেখে অচল দিনার
কত সময় কেটে গেছে
ক্ষয়ে গেছে পাথরের ইট
কতো রাজা এসেছিলো
কতো রাজা চলে গেছে
সময়ের ঘুমে
এসেছিলো আরো কী
ধ্যানমান সময়প্রফেট
আজ তার খোঁজ নিতে নগরের দিকে
সিঁড়ি ভেঙে নেমে এলে মিনার থেকে
উড়ে যায়, খাঁচা ফেলে বিমুগ্ধ ধ্যান।

রাত্রি জাগরণের কাব্য




এক.
বহু দূর ভ্রমণে রোদের মাখন
জেগে ওঠে তাঁর সুরমা রঙ গালের গেলাবে
চিকচিক দাড়ির বাগানে ফুটে ওঠে
মুক্তা রাশি রাশি- রহম খোদার।

দুই.
ভ্রমণে ক্লান্ত তাঁর কয়েদি পা
শিকল ছিঁড়ে তাহাজ্জুদ রাত্রিতে
কপাল চুম্বন করে ঐশ্বরিক পায়
জেগে ওঠে হাত
আর চোখের ফারাক্কা ভেঙ্গে
জোয়ারে ডুবে যায় নদী।

তিন.
তাঁর দীর্ঘ রোদভ্রমণ
রাত্রি জাগরণের তাহাজ্জুদ
কওমের সূর্য উঠার প্রত্যাশায়।

চোখের বয়ান


চোখের বয়ান





নার্সিং চোখ
কারামতি স্কার্ফের নিদ্রাহীন নার্সিং চোখ
রোদের স্পর্শে জ্বলে উঠে বুকের দরদ।

শরনার্থী চোখ
বাইশটি বছর মুখোমুখি
প্রতিবন্ধীর শরণার্থী চোখে
বৃষ্টির দীর্ঘ চুল চুমে
দোপাট্টায় ভাসে
চোখের কান্নাভরানত সিম্পোজিয়াম।

এপ্লিক চোখ
এমব্রয়ডারি সন্ধায়
থার্মোমিটার জ্বরে
রোদের পারদ গলে
লোমের গহবরে জন্মে
জুন আর্গাসের এপ্লিক চোখ।

মায়ামৃগ চোখ
নাষ্পাতি রঙে বেপথুয়া রাত্রী
লাশের মায়ামৃগ চোখে
বৌচি খেলে নার্সিসাস চলচ্চিত্র।

অনন্ত চোখ
এই চোখ অনন্ত চোখ
তরুনের চোখ চায়
তরুনীর চোখ।