[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১২

bin tere we mahi bin tere


 
 
Saagar Angaara Lagta Hai
Banjar jag saara lagta hai
teri yaad hawa mein behati hai
ik peed si hoti rehti hai

bin tere vay mahi bin tere
kyon mera dil naiyyo lagda

bin tere we mahi bin tere
kyon mera dil naiyyo lagda

bin tere vay mahi bin tere
kyon mera dil naiyyo lagta

Naiyo lagda dil naiyo lagda..[x8 times]

Dhoondoon main rasta manzil mein
ik aas kahin zinda dil mein
chahat ye kahaan le aayi hai
yahaan charo taraf tanhai hai
beegi aankhon mein khwabon ka basera we mahi ab naiyo sajda
beegi aankhon mein khwabon ka basera we mahi ab naiyo sajda

bin tere we mahi bin tere
kyon mera dil naiyyo lagda

Do aanho ki mmajboori ka
aaya hai mausam doori ka
dhadkan pe zakhm ka pehra hai
lamha-lamha kahin thehra hai
meri nazaro ko ab koi bhi nazara ni soni ab naiyo jachda
meri nazaro ko ab koi bhi nazara ni soni ab naiyo jachda

bin tere we mahi bin tere
kyon mera dil naiyyo lagda

[Ni sa...Ni Sa..]
aise sadme se guzarti hoon
naa jeeti hoon na marti hoon
Tere khwab me doobi hain aankhein
tere naam pe atki hai saansein
Ek tere siva ye dil mera rab se kuch aur naiyo mangda
Ek tere siva ye dil mera rab se kuch aur naiyo mangda

bin tere we mahi bin tere
kyon mera dil naiyyo lagda

Naiyo lagda dil naiyo lagda..[x8 times]
[Mahi....Aaaaa.......]

U R MY JAAN SONG...


 
 
Woh hoo woh ho ho ho ho ho...
Tumse alag main reh nahi sakta
Kitni mohabbat keh nahi sakta

Tum Mera dil ho Tum meri dhadkan
Tum meri saansein, Tum mera jeevan

Tum se jude hain armaan
You are my jaan
You are my jaan
U R My jaan......[Repeats]

Woh hoo woh ho ho ho ho ho...

Dekhoon tumhe toh dekhta jaaun
Sochu Tumhe toh sochta jaaun
Ishq mein tere jee loon umar yun
Aankhon me teri doobta jaaun

Tum meri duniya tum meri jannat
Tum mera sapna tum meri mannat
Tum ho khayalon ka jahaan
u R My jaan
You are my jaan [Repeats]

Tumne jaga di agan ye kaisi
Tumne laga di lagan ye kaisi
Tumse judi hai meri kahani
Ab hai tumhi se ye zindagani

Tum mera rasta tum meri manzil
Tum meri khwahish tum mera haasil
Tum ho mere jeene ka samaa

You my jaan
U R my jaan..... [Repeat]


Woh hoo woh ho.......

অদ্ভুত আঁধার ঢেকেছে নীলিমা


অদ্ভুত আঁধার ঢেকেছে নীলিমা

পৃথিবীর সমস্ত বিকেলগুলো কারা যেন ভরে দিল বিষণ্ন বাতাসে। আমাদের নিঃশ্বাস জুড়ে এক আহত প্রলয় নিদারুণ শব্দে বেজে উঠতেই দেখি তছনছ সুখের বসতি। কি এক দুর্বোধ্য দুঃস্বপ্নে আমাদের প্রথাগত চলা হারিয়েছে তার জাগতিক পথ জটিল সড়কে, রাজপথে, মোড়ে মোড়ে, আঁধারের ক্যানভাসে। আর; মানুষ ভুলেছি মানবিক ব্যাকরণ। বোধের যেখানে পড়েছে আকাল সেখানে সন্ধ্যের হাত ধরে নেমেছে কুটিল অমাবশ্যা। এখন আমাদের সমস্ত নীলিমা জুড়ে এক অদ্ভুত অন্ধকার ঘিরে আছে মগজের কোষে, রক্তের গভীরে।

Kya kare Dil Bechara



ishq ne issko choda dard ne issko maara... - 2
kya kare dil bechara - 2
haal-e-dil jab na jaane jaan-e-man dil bar yaara - 2
kya kare dil bechara - 2

haan ab hai gumshuda raat hai ajnabi
ruthde jazbon ki baat hai ajnabi
khawahishein hai deewani chahatein hai aawara
kya kare din bechara - 2

roke se na ruke kaisa armaan hai
har ghadi aaho main kaisa tufaan hai
pays ki maujo ko jab mile na kinara
kya kare dil bechara - 5

শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

এইতো আমি

 

এইতো আমি



বহু দূর থেকে সমুদ্র জলের প্রবল ঢেউ এসে আছড়ে পড়ছে তীরে । ঢেউ প্রবাহের একটি গর্জন বার বার কানে এসে আঘাত হানছে সমুদ্রের ঐ অস্থির ঢেউগুলোর মত । কী অস্বাভাবিক তার কণ্ঠস্বর!
প্রবল বাতাসে নিজেকে একটি বায়ুশূন্য বেলুন বলে মনে হয় । ভয় হয়, কখন যে আবার এই হিংস্র বায়ু প্রবাহ আমাকেও ভাসিয়ে নিয়ে যায় ।
পশ্চিমে আকাশ আর জলের পার্থক্যটা ঠিক ধরতে পারছি না । কখনো মনে হয়, কই না-তো, এখানে কোনই আকাশ নেই, শুধুই সমুদ্র; পরক্ষনেই মনে হয়, কোথায় জল? কোথায় সমুদ্র? পুরটাইতো বিস্তৃত আকাশের একক সম্রাজ্য!
সে যাই হোক, হয়ত আকাশ, নয়তো সমুদ্র, নয়তো এদের মিলনে এসে অপ্রত্যাশিতভাবে যেন এক আগন্তুক নিজের পাওনাটুকু দাবি করে বসল । এই আগুন্তুকের নাম সূর্য । সূর্য এসেছে গোধূলির দাবি নিয়ে । নিজেকে ছড়িয়ে দেয়ার চেষ্টা আকাশ আর সমুদ্রের মাঝে । সমুদ্রইবা কেন মেনে নেবে সূর্যের এই একগুঁয়ে দাবি । সমুদ্র তাকে একটু একটু করে নিজের পেটে পুরে নিচ্ছে আপোষহীন ভঙ্গীতে ।
আমার আশেপাশে আর কেউ নেই । সেন্টমার্টিনে একটি পাথর খণ্ডের উপর দাঁড়িয়ে আছি । হাল্কা জলের মাঝখানে পাথরটি আমাকে বহন করে অনড় হয়ে আছে । হঠাৎ হঠাৎ দূর থেকে প্রচণ্ড বেগে ছুটে আসা ঢেউগুলো পাথর খণ্ডে বাঁধা পেয়ে তীব্র শব্দে কাঁপিয়ে তুলছে আমাকে সহ পুরো পাথরটি । কিছু জল পাথরে ছিটকে এসে প্রতিবারে আমার পা থেকে মাথা পর্যন্ত ভিজিয়ে চলছে ।
আমার নীল রঙের শাড়িটা সমুদ্রের জলে ভিজে জুবুথুবু হয়ে আছে । আমার পায়ের নূপুরগুলো রিং ঝিন শব্দে নেচে উঠছে কখনো কখনো । খুব সেজেছি আজ । ঠিক তুমি যেমনটি চাইতে । এই যে কপালের লাল টিপ!
তুমি বলতে, নীলিমা, নীল শাড়িতে তোমায় অপূর্ব লাগে! মনে হয়, ঐ আকাশ থেকে কিছু নীল এলো বুঝি আমার জন্য!
মনে আছে?
আমি বলতাম, তাহলে আমি কে?
তুমি বলতে, তুমি কেউ না । তুমি আমার মনের আকাশ! আমার নীল রঙের আকাশ! আমার মনের পৃথিবীতে একটি নীল আকাশ আর একটি সমুদ্র আছে । নীল আকাশ আমায় বাঁচার প্রেরণা দেয় । আমায় স্বপ্ন দেখায় । আর ঐ যে সমুদ্র! আমাকে অশরীরীর মত রাত জাগায় । স্বপ্ন দেখে ফেলব ভেবে, রাতে ঘুমোতে দেয় না । সমুদ্র বলে, মৃত্যুই নাকি আমার স্বপ্ন! বেচে থাকা আমার দুর্ভাগ্য! নীল আকাশ ও সমুদ্র একই সাথে আমাকে হাতছানি দিয়ে ডাকে । আমি বড় কষ্টে আছি নীলিমা! আমি কাকে বেছে নেব, আকাশ না সমুদ্র?
আমি বলতাম, চুপ করতো, এসব কী! তোমার শুধু একটি নীল আকাশ আছে ।
যদি শুধু একটি সমুদ্রই হয়!
কথাটি বলেই তুমি অস্বাভাবিক ভঙ্গীতে হাসতে । আমি বোকার মত তোমার দিকে তাকিয়ে থাকতাম । এই হাসির অর্থ কতো খুঁজেছি!
তুমি চাইতে, মৃদু বাতাসে আমার চুলগুলো যেন মুক্ত পাখির মত উড়িয়ে দেই । সেই মৃদু বাতাস তুমি প্রান ভরে টেনে নেবে তোমার ফুসফুসে । দূষিত বায়ু নাকি তোমার ভেতরটা জ্বালিয়ে-পুড়িয়ে ভস্ম করে চলে দিনরাত ।
আমি বলতাম, কী-যে অদ্ভুত কথা বলনা তুমি!
দেখো, আমি তোমার সমুদ্রে এসে চুলগুলো উড়িয়ে দিয়েছি । যেন এদের উপর এখন আর কোন দাবি নেই আমার । চুলগুলো যখন মুক্তির আনন্দে বাতাসের সাথে ভেসে চলে তখন নিজেকেও একটি উড়ন্ত পাখি মনে হয় অথবা আকাশের একখণ্ড ছন্নছাড়া মেঘ । কিন্তু কোথাও যেন আটকা পড়ে আছে এই উড়ন্ত পাখিটি কিংবা মেঘপুঞ্জ!

আমি নীল আকাশ হয়ে তোমার সমুদ্রকে বড় হিংসে হত । তোমার বনের এক রাজা হতে ছেয়েছিলাম আমার এক আধিপত্য প্রতিষ্ঠা করে; এক বনে দুই রাজা থাকতে নেই ।
কিন্তু শেষ পর্যন্ত তুমি সমুদ্রকেই কাছে টেনে নিলে । সমুদ্রের টানে তুমি চলে এলে সুদূর সেন্টমার্টিনে । এক বারও ভাবলে না, তোমার নীল আকাশের কথা । অথচ তোমার নীল আকাশটি, তোমার রঙে নিজেকে রাঙিয়ে আজ সবকিছু ছেড়ে তোমার কাছে ছুটে এলো ।
এবার নীল আকাশটাও যে সমুদ্র হতে চায়! কিন্তু কোথায় তুমি?

নীলিমার শেষ কথাটি বায়ু তরঙ্গে মিশে দূর দূরান্তে ভেসে চলল । কোথায় তুমি???
সমুদ্রের গর্জন, বায়ু প্রবাহ যেন তাদের নিজস্ব কণ্ঠস্বর পরিবর্তন করে একটি অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, এইতো আমি!!!

(সমাপ্ত)

শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

তুমি অমানুষ..


তুমি অমানুষ

 আবার এসো,
 আমাকে জ্বালাতে
 

আবার এসো,
 আমাকে কাঁদাতে


আবার এসো,
 আমাকে কষ্ট দিতে


আবার এসো,
 আমাকে একা রেখে যেতে


আবার এসো,
 মন ভেঙ্গে দিতে


আবার এসো,
 স্বপ্ন গুলো মুছে দিতে


কারন যে তোমাকে ভালবাসে
 সেই সব অসহায় - বঞ্ছিত মানুষের জীবন আর
 হৃদয় নিয়ে খেলাতেই তোমার আনন্দ।
 তুমি নিষ্ঠুর, তুমি প্রতারক, তুমি অমানুষ।
 তুমি মা-বাবার যত্নে - আদরে গড়া কু -সন্তান।
 তুমি সুস্থ সমাজ আর সুস্থ জীবন নিয়ে চলার অযোগ্য।
 তোমাকে নিয়ে গর্ব করার এ জগত সংসারে কেউ নেই।
 ধিক তোমায় ধিক। তোমার জন্ম বৃথা - কর্ম বৃথা।