অদ্ভুত আঁধার ঢেকেছে নীলিমা
পৃথিবীর সমস্ত বিকেলগুলো কারা যেন ভরে দিল বিষণ্ন বাতাসে। আমাদের নিঃশ্বাস জুড়ে এক আহত প্রলয় নিদারুণ শব্দে বেজে উঠতেই দেখি তছনছ সুখের বসতি। কি এক দুর্বোধ্য দুঃস্বপ্নে আমাদের প্রথাগত চলা হারিয়েছে তার জাগতিক পথ জটিল সড়কে, রাজপথে, মোড়ে মোড়ে, আঁধারের ক্যানভাসে। আর; মানুষ ভুলেছি মানবিক ব্যাকরণ। বোধের যেখানে পড়েছে আকাল সেখানে সন্ধ্যের হাত ধরে নেমেছে কুটিল অমাবশ্যা। এখন আমাদের সমস্ত নীলিমা জুড়ে এক অদ্ভুত অন্ধকার ঘিরে আছে মগজের কোষে, রক্তের গভীরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন