তুমি অমানুষ
আবার এসো,
আমাকে জ্বালাতে
আবার এসো,
আমাকে কাঁদাতে
আবার এসো,
আমাকে কষ্ট দিতে
আবার এসো,
আমাকে একা রেখে যেতে
আবার এসো,
মন ভেঙ্গে দিতে
আবার এসো,
স্বপ্ন গুলো মুছে দিতে
কারন যে তোমাকে ভালবাসে
সেই সব অসহায় - বঞ্ছিত মানুষের জীবন আর
হৃদয় নিয়ে খেলাতেই তোমার আনন্দ।
তুমি নিষ্ঠুর, তুমি প্রতারক, তুমি অমানুষ।
তুমি মা-বাবার যত্নে - আদরে গড়া কু -সন্তান।
তুমি সুস্থ সমাজ আর সুস্থ জীবন নিয়ে চলার অযোগ্য।
তোমাকে নিয়ে গর্ব করার এ জগত সংসারে কেউ নেই।
ধিক তোমায় ধিক। তোমার জন্ম বৃথা - কর্ম বৃথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন