[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১২

Sachin Dev Burman - Ke Jaash Re

Sachin Dev Burman - Ke Jaash Re

কে যাস রে ভাটি গাঙ বাইয়া
আমার ভাইধন রে কইয়ো, নাইওর নিতো বইলা
তোরা কে যাস কে যাস

বছর খানি ঘুইরা গেল, গেল রে
ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না

কইলজা আমার পুইড়া গেল, গেল রে
ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না

ছিলাম রে কতই আশা লইয়া
ভাই না আইলো গেল গেল, রথের মেলা চইলা
তোরা কে যাস কে যাস

প্রাণ কান্দে , কান্দে
প্রান কান্দে কান্দে প্রান কান্দে রে, প্রান কান্দে
নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে, নয়ন ঝরে

পোড়া মনরে বুঝাইলে বুঝে না
কান্দে কান্দে প্রান কান্দে

সুজন মাঝিরে ভাইরে কইয়ো গিয়া
না আসিলে স্বপনেতে দেখা দিত বইলা
তোরা কে যাস কে যাস

সিঁন্দুরিয়া মেঘ উইড়া আইলো রে
ভাইয়ের খবর আনলো না, আনলো না

ভাটির চরে নৌকা ফিরা আইলো রে
ভাইয়ের খবর আনলো না, আনলো না

নির্দয় বিধি রে তুমিই সদয় হইয়া
ভাইরে আইনো নইলে আমার পরান যাবে জ্বইলা
তোরা কে যাস কে যাস

কে যাস রে ভাটি গাঙ বাইয়া
আমার ভাইধন রে কইয়ো, নাইওর নিতো বইলা
তোরা কে যাস কে যাস |

বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২

bumboo



bumboo

http://www.youtube.com/movies/indian-cinema?feature=mv_c

হাত বাড়িয়ে আছি

 

হাত বাড়িয়ে আছি

হাত বাড়িয়ে আছি-
আকাশের নীল উদারতার নীচেঃ
আমাকে অভয় দাও,
বিশ্বাসের সোনালি বৃষ্টি দাও,
স্বপ্নের ঐশ্বর্য দাও !

হাত বাড়িয়ে আছি -
তোমার রূপোলী পথের বাঁকেঃ
আমার হাতে রাখো হাত,
চোখের গভীরে রাখো চোখ,
দেখো -
কতো না গোলাপ ফুটে আছে
এ পুষ্পমনে !

সঙ্গী ছায়া সংগোপনে

 

সঙ্গী ছায়া সংগোপনে

আমার আকুলতা তোমাকে স্পর্শ করেনি বলে কি
আকাশে চাঁদ উঠবে না,
বৃষ্টিতে সুর ছড়াবে না,
কৃষ্ণচূড়া সলাজ হাসি হাসবে না-?
সে ভয় আমার নেই ।
আমি চাঁদ পেয়েছি,
সুর পেয়েছি,
হাতের মুঠোয় সুখ পেয়েছি,
ভাললাগা ক্ষণ পেয়েছি-!
তোমার তাতে হিংসে কেন ?
খুব তো ভারি অহংকারে চোখ ফিরিয়ে নাও,
সামনে থেকেও যোজন যোজন দূরে থেকে যাও,
তাই না হয় থা্কলে তুমি...
আমার মনের বনভূমি তোমার আলোয়
হাজার রঙে রইলে ফুটে-
ক্ষতি তো নেই ?
মাটি যেমন শরীর জুড়ে বাগান করে
আপনমনেঃ
শোভন- লোভন- চিত্তহরণ !
সূর্য কি তার খবর রাখে ?
আমার সূর্য না হয় তুমি রইলে দূরে,
অচেনার অন্ধকারে চেতনার দীপ জ্বেলে
আমি এক নিঃসঙ্গ পথিক
পৌঁছে যাবোই পথের শেষে ।
তুমি জানতেই পারবে না-
আমাকে সঙ্গ দিয়েছো সারাটি জীবন
ছায়া হয়ে- সঙ্গী হয়ে
সংগোপনে !

অবদমন


অবদমন


তার কাছে কি ঠাঁই ছিলো না দেবার মতো,
কিংবা কিছু ভালবাসার নীল যাতনা ?
নয়তো কিছু ঘৃণার অধিক বিবমিষা ?
আমার কেবল অবহেলার তীব্র দহন ,
আয়ুর দীর্ঘ চত্বরে তাই
অপমানের স্মারকচিহ্ন !
ক্ষতের দাগে, কাঁটার খোঁচায়
জীর্ণ আমার সুখ-চেতনা ।
পরাভবের গ্লানি জড়ায় পায়ে পায়ে
ধুলোর মতন,
ভোরের আলোয় কেন ছিলো তার
মৌনব্রত- অবদমন ?
তার কাছে কি কথা ছিলো না বলার মতো.... ?