অবদমন
তার কাছে কি ঠাঁই ছিলো না দেবার মতো,
কিংবা কিছু ভালবাসার নীল যাতনা ?
নয়তো কিছু ঘৃণার অধিক বিবমিষা ?
আমার কেবল অবহেলার তীব্র দহন ,
আয়ুর দীর্ঘ চত্বরে তাই
অপমানের স্মারকচিহ্ন !
ক্ষতের দাগে, কাঁটার খোঁচায়
জীর্ণ আমার সুখ-চেতনা ।
পরাভবের গ্লানি জড়ায় পায়ে পায়ে
ধুলোর মতন,
ভোরের আলোয় কেন ছিলো তার
মৌনব্রত- অবদমন ?
তার কাছে কি কথা ছিলো না বলার মতো.... ?
কিংবা কিছু ভালবাসার নীল যাতনা ?
নয়তো কিছু ঘৃণার অধিক বিবমিষা ?
আমার কেবল অবহেলার তীব্র দহন ,
আয়ুর দীর্ঘ চত্বরে তাই
অপমানের স্মারকচিহ্ন !
ক্ষতের দাগে, কাঁটার খোঁচায়
জীর্ণ আমার সুখ-চেতনা ।
পরাভবের গ্লানি জড়ায় পায়ে পায়ে
ধুলোর মতন,
ভোরের আলোয় কেন ছিলো তার
মৌনব্রত- অবদমন ?
তার কাছে কি কথা ছিলো না বলার মতো.... ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন