[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২

সঙ্গী ছায়া সংগোপনে

 

সঙ্গী ছায়া সংগোপনে

আমার আকুলতা তোমাকে স্পর্শ করেনি বলে কি
আকাশে চাঁদ উঠবে না,
বৃষ্টিতে সুর ছড়াবে না,
কৃষ্ণচূড়া সলাজ হাসি হাসবে না-?
সে ভয় আমার নেই ।
আমি চাঁদ পেয়েছি,
সুর পেয়েছি,
হাতের মুঠোয় সুখ পেয়েছি,
ভাললাগা ক্ষণ পেয়েছি-!
তোমার তাতে হিংসে কেন ?
খুব তো ভারি অহংকারে চোখ ফিরিয়ে নাও,
সামনে থেকেও যোজন যোজন দূরে থেকে যাও,
তাই না হয় থা্কলে তুমি...
আমার মনের বনভূমি তোমার আলোয়
হাজার রঙে রইলে ফুটে-
ক্ষতি তো নেই ?
মাটি যেমন শরীর জুড়ে বাগান করে
আপনমনেঃ
শোভন- লোভন- চিত্তহরণ !
সূর্য কি তার খবর রাখে ?
আমার সূর্য না হয় তুমি রইলে দূরে,
অচেনার অন্ধকারে চেতনার দীপ জ্বেলে
আমি এক নিঃসঙ্গ পথিক
পৌঁছে যাবোই পথের শেষে ।
তুমি জানতেই পারবে না-
আমাকে সঙ্গ দিয়েছো সারাটি জীবন
ছায়া হয়ে- সঙ্গী হয়ে
সংগোপনে !

কোন মন্তব্য নেই: