হাত বাড়িয়ে আছি
হাত বাড়িয়ে আছি-
আকাশের নীল উদারতার নীচেঃ
আমাকে অভয় দাও,
বিশ্বাসের সোনালি বৃষ্টি দাও,
স্বপ্নের ঐশ্বর্য দাও !
হাত বাড়িয়ে আছি -
তোমার রূপোলী পথের বাঁকেঃ
আমার হাতে রাখো হাত,
চোখের গভীরে রাখো চোখ,
দেখো -
কতো না গোলাপ ফুটে আছে
এ পুষ্পমনে !
আকাশের নীল উদারতার নীচেঃ
আমাকে অভয় দাও,
বিশ্বাসের সোনালি বৃষ্টি দাও,
স্বপ্নের ঐশ্বর্য দাও !
হাত বাড়িয়ে আছি -
তোমার রূপোলী পথের বাঁকেঃ
আমার হাতে রাখো হাত,
চোখের গভীরে রাখো চোখ,
দেখো -
কতো না গোলাপ ফুটে আছে
এ পুষ্পমনে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন