মেঘ পিয়ন !
আকাশ হতে
একটি চিঠি আসবে,
যার জন্য অপেক্ষা নিরন্তর।
স্বপ্নরঙ্গীন বর্ণ নিয়ে
মেঘকন্যার হাতের ছোঁয়ায়
লাল টুকটুক খামের ভিতর
একটি চিঠি আসবে;
মেঘ পিয়নের কাঁধে!
চিঠির জন্য গেলাম ছুটে
লোকালয় ছেড়ে গভীর নির্জনে।
স্বপ্ন সত্যি হবে এই ভাবনায়
মগ্ন যখন,
নির্জনতায় আওয়াজ এসে
পণ্ড করলো সবি তখন !
সেদিনের মত চিঠি পাওয়া হল না।
ব্যথিত হৃদয়ে ফিরি নিরালায়
সর্বগ্রাহী দৃষ্টি আমার উড়াল দিল
মেঘকন্যার খোঁজে।
পাহাড়ি ঝরণার কাছে
মেঘকন্যার পা নাচে
বাজে পায়ের পায়েল।
একটু খানি এগিয়ে দেখি
স্বপ্নদৃষ্টি করছে আমায় ঘায়েল।
মেঘ পিয়নের অপেক্ষায়
দিনের পর দিন চলে যায়।
তবুও...
মন্ত্র-তন্ত্র পড়ে নিয়ে
বসে গেলাম ধ্যানে
আঁধার রাতে
সাঁকোর উপর দাঁড়িয়ে আছে
মেঘকন্যা,
প্রদীপ হাতে নিয়ে।
মনের ভিতর উঠল নেচে মনঃপাখি
উত্তেজিত আমি!
'মেঘকন্য',বলে দিলাম আমি ডাকি।
ফুরত করে নিভে গেল
আঁধার রাতের বাতি!
দুপুর বেলা শূন্য ঘরে
মনে পরে
মেঘকন্যার কথা।
এই বুঝি মেঘ পিয়নের হাতে
এলো একটা চিঠি।
যেথায় লেখা আছে ভালবাসার কথা।
চিঠি কোথায়? চিঠি যে আর আসে না!
দুপুর গেলো, বিকেল গেলো,
সন্ধ্যা পার;
অবশেষে রাত্রি হলো।
বিছানায় শুয়ে অস্থির মন নিয়ে
ভাবছি মেঘকন্যাকে।
লেখো না একটি চিঠি;
একটি শব্দের,
একটি স্বপ্নের,
একটি মনের জন্য;
লেখো না একটি চিঠি।
ক্ষুধা দম সব কিছু বৃথা
একটি চিঠির আশায়
চিঠি আসে না,
ভাষা আসে না,
স্বপ্ন আসে না আমার জন্য;
আসে না বসন্ত; কোকিলের কুহু কুহু কলতান !
বসন্তের পর বসন্ত চলে যায়!
মঞ্চায়,
মেঘ পিয়ন শুভ্র চিঠি হাতে আসুক
মেঘকন্যার গীত বর্ণন করুক
তবুও মেঘ পিয়ন আসে না;
চিঠি হাতে পাই না।