বিয়ে করলাম!
মাতৃ গর্ভে থেকে অবশেষে
আজ বিয়ে করলাম কবিতাকে!
সতেজ যৌবনা কিশোরীর লোভে লাল লাজুক
নিজ হাতে বোনা স্বপ্নীল রুমাল
দর্প চূর্ণ করে মনোহারী কবিতাকে জেগে জেগে
কয়েকবার আলিঙ্গন করা হলো...
কিশোরী এখনো নিচ ক্লাসে পড়ে
তাই বোঝে না স্বামীর শরীর,
মন ও মানসিকতা!
জুত দেয় না বিবাহ পরবর্তী সুখের সাম্পানে
আমি আর পারলাম না...
একে বারে সোজাসুজি কাগজের বস্তায়
কলম খুঁচিয়ে লাল-নীল-কালো
মিহি রঙ্গের চুম্বনে চুম্বনে ভরিয়ে দিলাম
নব বধূর শরীর ও সত্তা!
বিশেষ করে চিহ্নিত অঙ্গগুলো নতুন করে গজাল
আমি হয়ে উঠলাম স্বামী
আমি হয়ে উঠলাম সুপুরুষ
তার দৃষ্টিতে আমি কেবল কবি!
অতঃপর জন্ম হলো কবিতার পেটে
নতুন একটি কবিতা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন