[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ২১ এপ্রিল, ২০১৩

জানি না এটা কি ভালোবাসা ?


তুমি কি ভুলে গেছ আমায় ?
আমার তো মনে এই তো
একটু সময় আগেও তুমি
আমার ছিলে ।

 
ছিলে আমার সমস্ত অস্তিত্ব
জুড়ে ।
কিন্তু এখন তুমি নেই
চেয়ে দেখো আমি একা পরে আছি
সেই পুরনো আমার মাঝে
শুধু অনুভূতি গুলো
নতুন উজ্জীবিত প্রাণে ।
তোমাকে কাছে পাওয়ার
এক আকুলতা ,
জানি না এটা কি ভালোবাসা
নাকি অন্য কিছু ,
যদি ভালোবাসা হয়
তবে যে অনেক ভালোবাসি তোমায় ।
এ হৃদয়ের সব টুকু দিয়ে ভালোবাসি ।
শুধু বলবো কখনো জানতে চেও না
কতটা ভালোবাসি তোমায় ।

অদৃশ্যের কোন হাতের স্পর্শ লাগে না এখন আর ।


হৃদয়ে এখনও মাঝে কোন এক
অতীত কে ভেবে আঁতকে উঠি ।
চোখের সামনে পৃথিবীটাকে
অনেক অচেনা লাগে ।
পরিচিত সব মানুষ গুলোও
অস্পষ্ট এক ছায়া ।
ঘোলাটে অন্ধকার
চার পাশ ।

চির চেনা কোন কণ্ঠস্বর
আর শুনতে পাই না ।
অদৃশ্যের কোন
হাতের স্পর্শ লাগে না
এখন আর ।
কেমন যেন জীবন থেকে
সহস্র মাইল পিছনে আমি
একা পরে আছি । হাঁটছি
জীবনের পথটা ধরেই ,
নিজের হারানো বেষ্টনীর মাঝেই
যেন কোন কিছুকে খোঁজে যাই
সারা বেলা ।
ফিরে পাওয়ার কোন আক্ষেপে নয় ।
নিজেকে ভুলে থাকার এক অক্লান্ত
পরিশ্রম ।
জানি এই অন্ধকারের হিংস্র ছোবল
থেকে বেঁচে থাকা যায় না ।
তবুও কিছুটা সময় , কিছুটা মুহূর্ত ,
নিজেকে আড়াল করে রাখা যায়
এই বর্তমান কে , সেই অতীত থেকে ।

তবে আমি এখনও মনে হয় পরে আছি
সেই অতীতে , যেখানে তোমাকে
হারিয়ে ছিলাম , ঠিক সেখানেই ।।

সেই পরিচিত তোমার বিচিত্র রূপ আজও মনে আছে ,


জীবনের একটা মিথ্যা কে আঁকড়ে
ধরে যেন আজও বেঁচে আছি ,
ভালোবাসি তোমাকে নামক

যে মিথ্যা কাব্য তুমি আমাকে
নিয়ে সাজিয়ে ছিলে আমি সেই
মিথ্যা কে সত্য ভেবে আজও
পরে আছি ।
এখনও ভুলতে পারিনি তোমায় ,
সেই পরিচিত তোমার
বিচিত্র রূপ আজও মনে আছে ,
যা আমাকে চোখের কিছু
নুনা জলে ভাসিয়েছে হাজার বার ।
প্রতি বার মনে করিয়ে দিয়েছে
আমায় বিশ্বাস ভাঙ্গার এক
ছোট্ট গল্প ,
মনে করিয়ে দিয়েছে কারো অনুভূতি
নিয়ে কারো খেলা করার কথা ।
সত্যিই তোমার উপমা তুমিই ।
ভাঙ্গতে পারো কারো তিল তিল করে
গড়া স্বপ্ন ,
ভাঙ্গতে পারো কারো হৃদয় ।
হাসি মুখে বলতে পারো
আমি তোমায় আর ভালোবাসি না ।
বলতে পারো ভুলে যেও আমায় ।
আজ চাইলেই কি আমি তোমায়
ভুলে যেতে পারবো ?
আজ চাইলেই কি যে দাগ গুলো তুমি
হৃদয়ে দিয়ে গেছো ঐ গুলো মুছে যাবে ?
আমি চাইলেই কি ফিরে যেতে পারবো
আবার আমার আমি তে ??

মনে পড়ে





শীতল বাতাস আসছে ভেসে
কেন মনটা এলোমেলো ?
তোমার বাড়ির দক্ষিণে কেন
ছিল না আমার বাড়ি ?

মন আজ তাই কুড়ে কুড়ে খায়
বেদনার বাতাস শুধুই বয়ে যায়
হয় না দেখা আগের মতন।

খেলছি কত কানামাছি
হাসতে হাসতে হাতে হাত রেখে
বেলা শেষে ফিরছি ঘরে।

সেই কথা আজও মনে পড়ে
পেতাম যদি আগের মতন
তোমার হাতের একটু পরশ।

লুঙ্গি


 


লুঙ্গি দেশের একটি ঐতিহ্যবাহী পোষাক! গ্রামীন জনপদের সকল বয়সী পুরুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ
শহরের আধুনিক ছেলেরা থ্রী-কোয়ার্টার নামক পোষাক ছাড়া আর কিছু বুঝেনা
এমনকি এরা পোষাক পরিবর্তনের সময়ও লুঙ্গি ব্যবহার করে নাঅনেকেই আছে জীবনে লুঙ্গি দেখেও নাইনেংটু হয়ে জামা-কাপড় পাল্টায়শরম নাই
জাতীয় জীবনে লুঙ্গির গুরুত্ব বলে বুঝানো যাবে নাতারপরেও ২-৪ টা না বললেই না
০১. লুঙ্গি পড়তে এবং খুলতে খুবই অল্প সময় লাগেগিনেস বুকে নাম থাকতে পারে এই ব্যাপারেনা থাকলে অতি শীঘ্রই নিবন্ধন করানো দরকার
০২. আয়রন করানোর দরকার হয় নাপ্রচুর পরিমাণে বিদ্যুত বেঁচে যায় এ কারণে দেশের সব লুঙ্গি পরিধাণকারী যদি আয়রন করে পরতো, তাহলে দেশে যে কি পরিমাণ বিদ্যুত ঘাটতি দেখা দিতো, সেটা ভেবে শিউরে উঠতে হচ্ছে
০৩. সহজেই ধোয়া যায়খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়
০৪. প্রয়োজনের হাটুর উপর ভাজ করে ঢং করা পড়া যায়
০৫. জরুরী প্রয়োজনে মালকোচা দিয়ে পড়া যায়গ্রামীণ জনপদে এই ভাবে লুঙ্গি পড়ার বেশ প্রচলন দেখা যায়,ক্ষেতের কৃষক, জেলে সহ বেশ কিছু পেশার মানুষ এভাবে নানা প্রয়োজনে পরেন
০৬. অন্যান্য জামা-কাপড়ের তুলনায় দাম বৃদ্ধির হার বেশ কমএকটা শার্ট আগে ৬০০-৭০০ এ পাওয়া যেতএখন ১২০০-১৪০০ হয়ে গেছেলুঙ্গির দাম এত নির্লজ্জ ভাবে বৃদ্ধি পায়নি
………………….

অনুসন্ধান লুঙ্গির একটা অ্যাড দেখাতো টিভিতে
মেয়ে যাবে তার বান্ধবীর বাসায়মামাকে বলতেই, মামা বলে, “আমি রেডি!
মেয়ে: কি বলছো মামা! লুঙ্গি পড়ে যাবে আমার বান্ধবীর বাসায়!
মামা: তোর বান্ধবীর বাবা আমার বন্ধু! লুঙ্গি পড়েই তো যাবো! অনেক সন্ধান করে কিনেছি, “অনুসন্ধান লুঙ্গি!
তারপর দেখা গেলো, ঐ বন্ধুও লুঙ্গি পরে বসে আছেন
…………..
প্রতিদিনের সঙ্গী, স্ট্যান্ডার্ড লুঙ্গিএই শিরোনামে একটা অ্যাড দেখাতো
বেশ সুর করে এই কথাটা বলতো
………………………
লুঙ্গি সামলাতে মোটামুটি শৈল্পিক পর্যায়ের দক্ষতা প্রয়োজন
রাতে ঘুমানোর সময় যে লুঙ্গি ঠিকমত থাকলেও, সকালে দেখা যাবে বিছানা থেকে ১০-১৫ হাত দূরে পড়ে আছে! খুবই চিন্তার বিষয়
এ থেকে পরিত্রানের অন্যতম উপায় হলো লুঙ্গির নিচের অংশে একটা গিট্টু দেওয়াখুব ক্রিটিকাল সমস্যা হলে, এড়িয়ে যাওয়াই ভালো
……………………
ভূটানের রাজা, নেপালের রাজা এসব মানুষজন দেখি দেশীয় ঐতিহ্যবাহী পোষাক পড়ে দেশ-বিদেশ ঘুরে বেড়ান
হোক সেটা কমনওয়েলথ এর মিটিং অথবা চা-নাস্তা খাওয়া
আমাদের দেশের প্রেসিডেন্ট এর উচিত লুঙ্গি আর ফতুয়া পড়ে যাওয়া
…………………..
– ভাবতেসি পরদিন লুঙ্গি পরে দেখা করতে আসবো!
– থাক থাক! তুমি বাসায় থেকো, আমি গিয়ে দেখা করে আসবো!

……………
লেখা শেষ


সুখবিলাস


সুখবিলাস


যখন পেয়েছি, শুধুই পেয়েছি তোমায়;
দ্বিতীয়বার পাওয়ার আশা বুকে রাখি নাই
ভাবি নাই হারাবে, না হারাবো? 
এমন পাওয়া কখনো কি আর পাবো?
বলি নাই তাই, এই হাতখান সরায়ে 
ওই হাতটা এখানে রাখো চারুলয়ে 
যে অঙ্গ যেভাবে নিমগ্ন যেখানে,
তারে সেখানেই চেয়েছি মনে প্রাণে
সাথে মাটি, বায়ু, আলো, আঁধার,
পূর্ণিমা চাঁদের সবটুকু পেয়েছি তার 
তাতে ছিল না সংশয়, হারাবার ভয়
আজ হারায়েও তাই পূর্ণাঙ্গ মনে হয়