যখন পেয়েছি, শুধুই পেয়েছি তোমায়;
দ্বিতীয়বার পাওয়ার আশা বুকে রাখি নাই।
ভাবি নাই – হারাবে, না হারাবো?
এমন পাওয়া কখনো কি আর পাবো?
বলি নাই তাই, এই হাতখান সরায়ে
ওই হাতটা এখানে রাখো চারুলয়ে।
যে অঙ্গ যেভাবে নিমগ্ন যেখানে,
তারে সেখানেই চেয়েছি মনে প্রাণে।
সাথে মাটি, বায়ু, আলো, আঁধার,
পূর্ণিমা চাঁদের সবটুকু পেয়েছি তার।
তাতে ছিল না সংশয়, হারাবার ভয়
আজ হারায়েও তাই পূর্ণাঙ্গ মনে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন