[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪

ভালবাসার আলাপন



কুয়াশার চাঁদর খুলে দেখি
মেঘের আভরন
খুঁজে পেলাম মেঘের রঙে
শ্যামলা মেয়ের রূপের বরন
আলতা রাঙা পায়ে এঁকে গেছে
ভালবাসার আলাপন ।।


মুখমুখি হয়ে গেলে মেঘ
মিলন আনন্দে ঝরায় বরষন
ভেজা শাড়ী আরে ভেজা চুলে
ভেজা চোখের পাপড়ি খুলে
রুনু ঝুনু ঝুনু বাজায় নুপুর নিক্কন
আমি খুঁজে ফিরি তার
আলতা রাঙা সে চরন।।

ঝির ঝিরে মাতাল হাওয়ায়
ঝন ঝন চুড়ির শব্দ শোনা যায়
এলো মেলো বাতাসে ছন্দ আসে
মন ছুটে যায় সুরের আবেশে
আমি সেই মেঘ বরন মেয়েটির কথা
আজ ও ভাবি যখন
অশ্রুতে ভরে ওঠে দুনয়ন।।

<3

বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩

♥♥♥ আমি রয়েছি তোমার অপেক্ষায়... ♥♥♥




♦ আমি তাকেই ভালবাসি, যে আমাকে ভালবাসিনা বলে অপমান করে আড়ালে সে নিজেই কাদেঁ ...

♦ আমি তাকেই চাই, যে আমাকে ভালবাসে এবং আমি ভালবাসি কি না তা ভেবেই ...

♦ আমি তাকেই চাই, যে আমাকে দুরে ঠেলে দিয়ে আমার শুভ কামনা করে ...

• আমি সারাক্ষণ তাকেই ভাবি, যে আমাকে ভালবেসে আমার জন্য কস্ট পায় ...

♦ আমি তাকেই বেশি ভুল বুঝি, যে আমার হ্রদয় হরন কারি ...

♦ আমি তাকেই পিরে পেতে চাই, যে আমাকে ভালবেসে আজও বলতে পারে নাই ...

♦ আমি তাকে নিয়ে বেচেঁ থাকতে চাই, যে আমাকে ভালবেসে অপমান ছাড়া আজও সুখের দেখা পায় নাই ...

★ সে আর কেউ নয় শুধুই তুমি, জানি না কতটুকু তবে অনেক ভালোবাসি তোমায়...

♥♥♥ আমি রয়েছি তোমার অপেক্ষায়... ♥♥♥

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩

কখনো চিঠি লিখি না..



আমি রূপাকে কখনো চিঠি লিখি না ।একবার 
হঠাৎ একটি চিঠি লিখতে ইচ্ছা হলো।লিখতে 
বসে দেখি কী লিখব ভেবে পাচ্ছি না।
অনেকবার করে একটি লাইন লিখলামঃ
- রূপা তুমি কেমন আছ?
সমস্ত পাতা জুড়ে একটি মাত্র বাক্য।

সেই চিঠির উত্তরে রূপা খুব রাগ করে লিখলঃ
‘’তুমি এতো পাগল কেন ?এতদিন পর একটা চিঠি লিখলে, তারমধ্যেও পাগলামি।কেন এমন কর ?
তুমি কি ভাবো এইসব পাগলামি দেখে আমি
তোমাকে আরো বেশি ভালবাসব তোমার কাছে
আমি হাতজোড় করছি -স্বাভাবিক মানুষের মতো আচরণ কর। ঐদিন দেখলাম দুপুরের কড়া রোদে কেমন পাগলের মতো হাঁটছ। বিড়বিড় করে আবার কিসব যেন বলছ।দেখে আমার কান্না পেয়ে গেল।

তোমার কি সমস্যা তুমি আমাকে বলো।‘’
আমার সমস্যার কথা রূপাকে কি আমি বলতে পারি? আমি কি বলতে পারি - আমার বাবার স্বপ্ন সফল করার জন্য সারাদিন আমি পথে পথে ঘুরি।
মহাপুরুষ হবার সাধনা করি। যখন খুব ক্লান্তি
অনুভব করি তখন একটি নদীর স্বপ্ন দেখি। যে
নদীর জল ছুঁয়ে ছুঁয়ে একজন তরুণী ছুটে চলে যায়।
একবার সে থমকে দাঁড়িয়ে তাকায় আমার দিকে। তার চোখে গভীর মায়া ও গাঢ় বিষাদ।এই তরুণীটি আমার মা।আমার বাবা যাকে হত্যা করেছিলেন।

এইসব কথা রূপাকে বলার কোনো অর্থ হয় না।বরং কোনোদিন তরঙ্গিণী স্টোর থেকে তাকে টেলিফোন করে বলি-রূপা,তুমি এক্ষুনি নীল রঙের একটা শাড়ি পরে তোমাদের ছাদে উঠে কার্নিশ ধরে নিচের দিকে তাকাবে?তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে।

একটুখানি দাঁড়াও।আমি তোমাদের বাসার
সামনের রাস্তা দিয়ে হেঁটে চলে যাব।

আমি জানি রূপা আমার কথা বিশ্বাস করে না,
তবুও যত্ন করে শাড়ি পরে।চুল বাঁধে।চোখে
কাজলের ছোঁয়া লাগিয়ে ছাদের কার্নিশ ধরে দাঁড়ায়।
সে অপেক্ষা করে।আমি কখনো যাই না।

আমাকে তো আর দশটা সাধারণ ছেলের মত
হলে চলবে না।আমাকে হতে হবে অসাধারণ।
আমি সারাদিন হাঁটি। আমার পথ শেষ হয় না।
গন্তব্যহীন যে যাত্রা তার কোনো শেষ থাকার
তো কথাও নয়।

ময়ূরাক্ষী...

মানুষ চলে গেলেই ক্ষতি কি ?



যদি তোমার ভালবাসার মানুষটি তোমাকে ছেড়ে চলে যায় এবং 
তোমার মনে হয় সে তোমাকে কোনদিন
ভালবাসেনি তাহলে মন খারাপ করো না । 

কারন সে হারালো এমন
একজনকে যে তাঁকে ভালবাসত ,
তার জন্য অনেক কিছুই করতে পারত .. !!?

আর তুমি হারালে এমন একজনকে যে তোমার
জন্য কিছুই করতে পারত না...

-এমন মানুষ চলে গেলেই ক্ষতি কি ?



Add caption

কাউকে ভালবাসলে ..


কাউকে ভালবাসলে
তাকে এমন ভাবে ভালবাসো,
যেন নিজের বিবেকের কাছে তুমি হেরে না যাও ....
কারন নিজের কাছে হেরে যাওয়ার কষ্ট,
তোমাকে তিলে তিলে শেষ করে দেবে
 



যাকে আমি ?



আচ্ছা তুমি কি সেই তুমি ?
যাকে আমি ভালোবেসে ছিলাম ,
যাকে সবচেয়ে আপন মানুষটা ভেবেছিলাম ,
একটু একটু করে তোমাকে কাছে পাওয়ার স্বপ্ন দেখেছিলাম , 
তোমার ছবির দিকে তাকিয়ে নিজেকে বিশ্বাস করাতে কষ্ট হয় 
এই তোমাকে ভালোবেসে ছিলাম আমি ??

বিশ্বাস করতে কষ্ট হয় এই তুমি সেই তুমি না ,,
কারণ তুমি সময় আর নিজের প্রয়োজনে সবচেয়ে
 আপন মানুষটা কে ভুলে যেতে পার , মুছে দিতে
পার হৃদয় থেকে পুরনো দিনের স্মৃতিগুলো কে ,
ধ্বংস করে দিতে পার কারো তিল তিল করে গড়া স্বপ্নগুলো কে,,
 এলোমেলো করে দিতে পার কারো জীবনটা কে ,,

তাইতো আজ শুধু বলবো তুমি কারো জীবন
গড়ে দিতে না পার ,, তার জীবনটা কে
এলোমেলো আর ধ্বংস করে দিও না ,,,,,

কারণ সত্যিই তুমি বোঝনা স্বপ্নগুলো
ভাঙ্গার কষ্ট কি ..