।। স্বপ্নবনপাখি ।।
অম্লধোয়া ত্বক, ও আমার অগ্নিধোয়া ডানা,
তোমার আমি নাম দিয়েছি স্বপ্নবনপাখি,
জীয়নকাঠি, সমুদ্ররঙ, নিসর্গ-কারখানা;
হরেক আলোয় জর্জরিত, হরেক অন্ধকারে,
তৃষ্ণামাতাল, বিস্ফারিত দুচোখ মেলে
থাকি
বুকের ভেতর লতিয়ে ওঠে:
‘কোথায় পাবো তারে?’
রাত্রি ফোটে, দিবস ঝরে,
বছর মোড়ায় পাটি,
তোমার সে-মুখ স্মরণে আসে না যে!
নিজের দেহে খনন
করি প্রত্নকালের
মাটি অম্লধোয়া ত্বক,
ও আমার অগ্নিধোয়া ডানা,
কে তোমাকে লুকিয়ে রেখে
একচেটিয়ার ভাঁজে বানাচ্ছে
এক উড়ালভোলা রুগ্ন পাখির ছানা?
বাতাসে যার আঁচল ওড়ে
সুতীব্র আসমানে জমিনে
তার বৃত্ত-প্রাচীর অনর্থে,
অযথা কে এঁকে দেয়?
স্বৈররেখায় সীমানা কে টানে?
আমি তো তোমার মুখ দেখি না,
কেবল বিস্মরণে নাম
ভুলে যাই,
মুখের আদল, মুক্তি-স্বাধীনতা!
নিত্য হারাই,
নিত্য খুঁজি
বৈরীকালের রাত্রিবিশ্ববনে।