প্রতিক্ষার জন্য
এক নিষ্ঠুর শরৎ এর বিকেলে
প্রতীক্ষাকে সাজিয়ে গুছিয়ে তোমার জন্য বসে আছি
আসবে বলে অনেক আদোরে শিউলি ফুটিয়েছি, দোলনাটাকে
দিয়েছিলাম বিশ্রাম, রংধনু কে আকাশে আটকে রেখেছি
এক বিকালে যুগল হয়ে দেখবো বলে।
কত ভ্রমর আসে গুন গুন করে
চর দখলের জন্য ঘোরে চারপাশে কিন্তু
যার জন্য চর হয়ে নদীর পাশে পরে আছি
তার দেখাই নেই।
বারন্ত সময় ঘুটঘুটে কালো হয় কৃষ্ণপক্ষ রাতে।
প্রতিক্ষার অবসান হলেও থেকে যায়
আরো এক প্রতিক্ষা নিজেকে নিয়ে ভাবনার জন্য
ভালোই হলো আসছে হেমন্তে এই প্রাপ্তির পান্ডুলিপি নিয়ে
তোমার দুয়ারে হাজির হবো।
ভুল ভূগোলের স্মৃতি নিয়ে,
দেখবো শরৎ থেকে হেমন্ত তে
প্রতিক্ষাতে কি সুখ আছে।
প্রতীক্ষাকে সাজিয়ে গুছিয়ে তোমার জন্য বসে আছি
আসবে বলে অনেক আদোরে শিউলি ফুটিয়েছি, দোলনাটাকে
দিয়েছিলাম বিশ্রাম, রংধনু কে আকাশে আটকে রেখেছি
এক বিকালে যুগল হয়ে দেখবো বলে।
কত ভ্রমর আসে গুন গুন করে
চর দখলের জন্য ঘোরে চারপাশে কিন্তু
যার জন্য চর হয়ে নদীর পাশে পরে আছি
তার দেখাই নেই।
বারন্ত সময় ঘুটঘুটে কালো হয় কৃষ্ণপক্ষ রাতে।
প্রতিক্ষার অবসান হলেও থেকে যায়
আরো এক প্রতিক্ষা নিজেকে নিয়ে ভাবনার জন্য
ভালোই হলো আসছে হেমন্তে এই প্রাপ্তির পান্ডুলিপি নিয়ে
তোমার দুয়ারে হাজির হবো।
ভুল ভূগোলের স্মৃতি নিয়ে,
দেখবো শরৎ থেকে হেমন্ত তে
প্রতিক্ষাতে কি সুখ আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন