[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১১

শিশির ভেজা বসন্ত

শিশির ভেজা বসন্ত
Photobucket
[ছবিঃ আপেল ফুল। সাধারণের চেয়ে একটু বেশী শীত না পরলে যে ফুল ফোটে না। এই ছবিটি নেয়ার জন্য আমাকে লন্ডনে তিন দিন অপেক্ষা করতে হয়েছিল]
তোমাকে জানতে চেয়েছি
পৌষের হিমেল বাতাসে
চৈতী খর দহনে
বৈশাখী ঝড় জলে
আর শরতের সুনীল আকাশে।
Photobucket
ছবিঃ আপেল ফুলের কলি।
তোমাকে দেখতে চেয়েছি
জ্যোৎস্না রাতে ধবল চাঁদের পাশে
কাজল মেঘের গহনে
অবাক বিস্ময় বিহ্বলে
পাপড়ি ছড়ানো পথের দেশে।

Photobucket
ছবিঃ কাচা আপেল গাছে ঝুলছে।
স্বপনের সুদূরে সোনালী নদী
ওপাড়ে বয়ে চলে ঝিলিমিলি শান্তি
মরু প্রান্তরে, কাটে অমানিশা!
পথ ভোলা পথিকের পথের দিশা
প্রতীক্ষার জ্বলন্ত অগ্নিগিরি নিয়ে বুকে
বসে আছি, দেখব শিশির স্নাত তোমাকে।

কোন মন্তব্য নেই: