ভালোবাসতে ভয় নেই
আমার এখন ভালোবাসি বলতে ভয় হয়
ভালোবাসতে ভয় হয় না;
জীবনের যে ধাপ গুলো শুকিয়ে যায়
সেই আরশীতে মুখ দেখতে ভয় পাই
তবুও তো সাধ জাগে নিজেকে নিংড়ে
কিংবা আগুনে পুড়ে দেখে নিতে
সত্যি ভালোবাসি কিনা।
তারপর প্রকাশ,
কারন প্রকাশে যদি জমে যায় অচেনা গন্ধ
তবে মর্জদা হীন হয়ে ভালোবাসা
তাসের আসরে জোকার হবে।
তার থেকে সেই ভালো
বুকে জমিলো ধোঁয়া
বুকেরও আগুনে ।
ডুবে যাওয়া চেতনা গুলোর
জেগে ওঠা চরে বালুর আস্তরন
সেখানে জমে না পরাজয়ের জল,
শুধু ভালোবাসার শিকড় বসিয়ে
তুমি দখল করে নিলে যে ভূমি
তার উপরে আগাছা হয়েই থেকে যাই,
সর্বদা এক ভয় নিয়ে
কখন কে এসে মাড়িয়ে দিয়ে যায়।
রসে বশে সম্পৃক্ত সংসারে
এখনো আমি ভালোবাসি বলতে ভয় পাই
কিশোর পাগল হয়ে ভালোবাসতে ভয় পাই না ।
ভালোবাসতে ভয় হয় না;
জীবনের যে ধাপ গুলো শুকিয়ে যায়
সেই আরশীতে মুখ দেখতে ভয় পাই
তবুও তো সাধ জাগে নিজেকে নিংড়ে
কিংবা আগুনে পুড়ে দেখে নিতে
সত্যি ভালোবাসি কিনা।
তারপর প্রকাশ,
কারন প্রকাশে যদি জমে যায় অচেনা গন্ধ
তবে মর্জদা হীন হয়ে ভালোবাসা
তাসের আসরে জোকার হবে।
তার থেকে সেই ভালো
বুকে জমিলো ধোঁয়া
বুকেরও আগুনে ।
ডুবে যাওয়া চেতনা গুলোর
জেগে ওঠা চরে বালুর আস্তরন
সেখানে জমে না পরাজয়ের জল,
শুধু ভালোবাসার শিকড় বসিয়ে
তুমি দখল করে নিলে যে ভূমি
তার উপরে আগাছা হয়েই থেকে যাই,
সর্বদা এক ভয় নিয়ে
কখন কে এসে মাড়িয়ে দিয়ে যায়।
রসে বশে সম্পৃক্ত সংসারে
এখনো আমি ভালোবাসি বলতে ভয় পাই
কিশোর পাগল হয়ে ভালোবাসতে ভয় পাই না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন