[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ১৪ এপ্রিল, ২০১৩

একজোড়া বৈশাখী চোখ....


একজোড়া বৈশাখী চোখ



ঘরের নোনাধরা দেয়ালটার মতো
আমিও পুরাতন হচ্ছি প্রতিনিয়ত
হয়তবা দূরের পাহাড়টার মতো
ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছি একটু একটু করে ।
এরই মাঝে আমাদের দেশ ভাবনা
অস্থিতিশীল অবস্থা ; হর সম্ভাবনা
ডান-বাম , সমাজ অথবা রাজনীতি
কখনো বুঝিনি ,বলি এখনো বুঝিনা ।
তারপরও, ঠিক যেন তোমার মতো
এই অবুঝ আমাকেই জড়িয়ে ফেলা ।

মাঝেমাঝে এক একটি বিচ্ছিন্ন স্মৃতি
আমার বয়েজ স্কুল ,সাদা স্কুল ড্রেস ,
ভীষণ তাড়াহুড়ো , রাস্তা পার হতেই
একটি সবুজ রঙের গার্লস স্কুল
বাস ,এক জোড়া চঞ্চল চোখ হঠাত্‍
যেন খুব এলোমেলো করে দিয়ে যায় ,
পহেলা বৈশাখে ,বৈশাখের এক মেলা
তালপাখার বেশ অবোধ্য আলপনা
বাঁশিয়ালার বাঁশির সুরও বুঝিনি ,
বিরক্তিকর অবান্তর মানুষ ভীড় ,
এরই মাঝে একজোড়া চঞ্চল চোখ
যেন খুব এলোমেলো করে দিয়ে যায় ।
কালবৈশাখী রূপে আজো এই আমাকে
যেন খুব এলোমেলো করে দিয়ে যায় ,
বৈশাখ মানেই কী শুধু কালবৈশাখী ?
প্রণয় মানেই কি ঐ একজোড়া চোখ ?


[একজোড়া বৈশাখী চোখ ... শৈবাল কায়েস । বেশ কিছু দিন শৈলীতে মেঘলা মেঘলা ভাব বৃষ্টির রিহার্সাল ... তাই চৈত্রের ১২তেই বৈশাখ কাল না আসতেই কালবৈশাখ নিয়ে ফিরলাম । কিছুটা পুরনোই এক বৈশাখের লিখা ।আমি ভাল আছি আশা করি সবাই ভালো আছেন ।

কোন মন্তব্য নেই: