ছড়া: ফাগুন ফিরে আসে
সকাল গরিয়ে দুপুর গেল
বিকেল আয়েশ করে,
সাঁঝ বেলায় বসন্ত মায়া
স্মৃতি পাশ ফিরে।
পলাশ তলায় মলিন দল
দক্ষিণা হাওয়া বয়,
ঝোপ ঝাড়ে কোকিল ডাকে
ভ্রমর গান গায়।
মৌমাছি গুনগুনিয়ে মৌচাকে
মধু সঞ্চয়ে মাতে,
আমের বোলের বাসনা মেখে
ফাগুন ফিরে আসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন