চাঁদের খুকী [হিমুর জন্য]
-চাঁদের খুকী-ওগো ফুলের মেয়ে !
ছোট্ট তোমার তনুখানি কি দিয়ে গো গড়া !
ভোরের নরম রৌদ্র দিয়ে ?
মেঘের ভেঁজা বাষ্প দিয়ে ?
কাঁশের পেলব পুষ্প দিয়ে ?
রামধনুকের বাহার দিয়ে ?
শরৎ-প্রাতের শিউলী দিয়ে ?
কার গুণে গো তুমি হলে এমন আদর-ভরা !
ওগো লক্ষ্মীসোনা !
মানিক-ঝরা এমন হাসি কোথায় পেলে তুমি !
পারিজাতের রূপ নিয়ে কি ?
ডালিম ফলের বীজ থেকে কি ?
রাতের বেলার ওই জোনাকী ?
ঝলকে ওঠা হিম কণা কি ?
অযুত তারার দীপ্তি নাকি ?
কিসে গড়া ওই হাসিটুক্ ভেবেই না পাই আমি !
ওগো ছোট্ট পরী !
কিসে এত স্নিগ্ধ হলো তোমার চোখের তারা !
স্বর্গ থেকে রশ্মি নিলো ?
শুভ্র চাঁদের জোসনা নিলো ?
পরীর দেশের স্বপ্ন নিলো ?
সোনা-বালির ঝিলিক নিলো ?
কোন জাদুকর মন্ত্র দিলো ?
কোথায় পেলে এমন মায়া ভেবেই হলাম সারা !
প্রজাপতি মেয়ে !
এমন কোমল ! কি আছে গো তোমার রেশম চুলে !
শ্বেত-কপোতীর পালক আছে ?
সাগর জলের শ্যাওলা আছে ?
শিশির ভেঁজা দুর্বা আছে ?
জারুল ফুলের কেশর আছে ?
শিমুল তুলোর সোহাগ আছে ?
কোন সে কারণ লুকিয়ে এই কোমলতার মূলে !
এতো কথার পরে ...
এতক্ষণে চাঁদের খুকী মুখটি তুলে বলে .....
মায়ের হাসি-মুখ দেখেছো ?
তার আঁচলে মুখ ঢেকেছো ?
মায়ের গায়ের ঘ্রাণ শুকেছো ?
মায়ের মুখের চুম খেয়েছো ?
মায়ের বুকে ঘুম গিয়েছো ?
তুমিও ঠিক এমনি হবে মায়ের আদর পেলে !!
[উৎসর্গঃ হিমু কে ]
তুহিন(সায়েমা আক্তার তুহিন) আপুর মেয়ে হিমু। ওকে স্বচক্ষে দেখি নি কোনদিন।
তবুও না দেখেই তো অনেক ভালোবেসে ফেলেছি! গতকাল এক নারীর কোলে
এক ছোট্ট শিশুকে দেখলাম ছবিতে। তাও সেই নারীর পিঠের দিক আর শিশু-র
শুধুই মুখটুকু। কি এক মায়ার বাঁধনে বাঁধা পড়ে গেছি, সেই কঁচি মুখের মায়া !
ছবিটা ছিলো আপু আর তার মেয়ে হিমুর।
হিমুর জন্য অনেক অনেক আদর, স্নেহ আর ভালোবাসা।