[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১১

আমি আজ এক আকাশ জল চাই

আমি আজ এক আকাশ জল চাই
******* হাসনাত *******
আজ আমার কেন যেন
আকাশটাকে ছুঁতে ভীষন সাধ হয়।
মনে হয় যেন আকাশের নীল পর্দা
ছিঁড়েখুড়ে ছুটে যাই সকল
মাধ্যাকর্ষন শক্তিকে কাঁচকলা দেখিয়ে।
মিশে যাই মহাকাশে।

আজ কেন যেন খুব ইচ্ছে হচ্ছে
শত রবি হয়ে সব নদী সাগর মহাসাগরের জল
নিমেষে বাষ্প করে ফেলি।
সেই বাষ্প গিয়ে জমুক আকাশ কোনে
ঘন মেঘের রুপ নিয়ে।
সমস্ত পৃথিবীটাকে ছেয়ে ফেলুক
কালো মেঘের অন্ধকার পর্দায়।
হ্যাঁ, সমস্ত পৃথিবীটাকেই।

তারপর.....

হোক বর্ষন এক মহা বৃষ্টি।
আবার ভরে উঠুক দুনিয়ার সব
নদী নালা খাল বিল, সাগর মহাসাগর।
একসাথে, একবারে।
সমতা ফিরে আসুক সকল জলাধারের মাঝে।

ঘটুক চিরতরে এ ঘটনা বারংবার।
অপ্রাসঙ্গিক হয়ে পড়ুক দুনিয়ার
তামাম অসার পানি বন্টন চুক্তি।

বাতাসের মতোই জল হোক অবাধ, অবারিত।

আজ আমার কেন যেন
আকাশটাকে ছুঁতে ভীষন সাধ হয়।
মনে হয় যেন আকাশের নীল পর্দা
ছিঁড়েখুড়ে ছুটে যাই সকল
মাধ্যাকর্ষন শক্তিকে কাঁচকলা দেখিয়ে।
মিশে যাই মহাকাশে।

আজ কেন যেন খুব ইচ্ছে হচ্ছে
শত রবি হয়ে সব নদী সাগর মহাসাগরের জল
নিমেষে বাষ্প করে ফেলি।
সেই বাষ্প গিয়ে জমুক আকাশ কোনে
ঘন মেঘের রুপ নিয়ে।
সমস্ত পৃথিবীটাকে ছেয়ে ফেলুক
কালো মেঘের অন্ধকার পর্দায়।
হ্যাঁ, সমস্ত পৃথিবীটাকেই।

তারপর.....

হোক বর্ষন এক মহা বৃষ্টি।
আবার ভরে উঠুক দুনিয়ার সব
নদী নালা খাল বিল, সাগর মহাসাগর।
একসাথে, একবারে।
সমতা ফিরে আসুক সকল জলাধারের মাঝে।

ঘটুক চিরতরে এ ঘটনা বারংবার।
অপ্রাসঙ্গিক হয়ে পড়ুক দুনিয়ার
তামাম অসার পানি বন্টন চুক্তি।

বাতাসের মতোই জল হোক অবাধ, অবারিত।

কোন মন্তব্য নেই: