শব্দের নিঃশ্বাসে রক্তের দাগ...........
১৩ ই জুন, ২০১০ রাত ৯:২২
হয়তো তুমি সুখে আছো
সুখী আলোর নিচে,
সুখের আকাশ পাইনি আজও
সে আশাও মিছে।
নতুন ভ্রমর হয়তো তোমায়
গান শুনিয়ে যায়,
ইচ্ছে আমার দূর নীলিমায়
পালাতে আজ চায়।
প্রেমের ফাগুন হয়তো তোমায়
তেমনি করে হাসায়,
নানা বর্ণের কান্নারও ঝড়
আমায় শুধু ভাসায়।
হয়তো তোমার বাগানে সেই
হাসনাহেনা ফোঁটে ?
এখনতো সেই ফুলের তোড়া
অন্য কারও জোটে।
তোমার মুখের হাসি হয়তো
এখনও তেমনি ঝরে,
হাসতে আমি ভুলে গেছি
নিজের ভেতরে মরে।
বুকটা আমার শুধু কাঁদে
কষ্ট ভেঁজা জলে,
দুঃখের সব সুখেরা এখন
কান্নায় টলমলে।
রাতের নিয়ন বাতিগুলো
তেমনি করে জ্বলে,
আঁধার শুধু আমায় খোঁজে
স্মৃতি ছায়ার তলে....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন