বসন্তের প্রতিজ্ঞা
হায়রে ছুড়ি তোর হাতের চুড়ি
হলুদ রঙ্গে বাজে,
তোর হাতেই সাজবে বলে
বসন্ত আজ আসে ।
হলুদ রঙ্গে বাজে,
তোর হাতেই সাজবে বলে
বসন্ত আজ আসে ।
তোর কপালের হলুদ টিঁপে
এক বিকেলের রং,
ভালোবাসাই সাজিয়ে রাখে
ভালোবাসার ঢং।
এক বিকেলের রং,
ভালোবাসাই সাজিয়ে রাখে
ভালোবাসার ঢং।
শোনরে ছুড়ি হলুদ শাড়ী
তোকেই মানায় বেশ,
তোর আচলে বেশ খুঁজে পাই
স্বপ্ন দিনের রেশ।
তোকেই মানায় বেশ,
তোর আচলে বেশ খুঁজে পাই
স্বপ্ন দিনের রেশ।
চলনা ছুড়ি শপথ করি
এই বসন্তের দিনে,
হৃদয় ভাঙ্গা রুগ্ন ঘরে
সুখ আনবো কিনে।
এই বসন্তের দিনে,
হৃদয় ভাঙ্গা রুগ্ন ঘরে
সুখ আনবো কিনে।
![397083_274410669286902_100001539147249_748885_366436998_n[1]](http://www.shobdoneer.com/wp-content/uploads/397083_274410669286902_100001539147249_748885_366436998_n1.jpg)





















