তখন তুমি এখন তুমি
ফেব্রুয়ারি ০৫, ২০১২
এইতো সে দিন
চাঁদের আলো ধরতে গিয়ে
তপ্ত রোদে গা ভেজালে;
আগুনটাকে জ্বালবে বলে
দু’হাত ভরে ছাই উড়ালে।
এইতো সে দিন
ফুল গুলোকে ছোঁবে বলে
রক্ত দিয়ে হাত রাঙ্গালে;
পাখির পালক ধরতে গিয়ে
স্বপ্ন গুলো খুব আঁড়ালে।
এখন তোমার হিসেবি মন
প্রজাপতির ডানায় আঁকে
চাওয়া পাওয়ার অংক নিয়ে
চিত্রা নদীর বাঁকে বাঁকে।
এখন তোমার সন্ধি গুলো
সঙ্গী দেখে বিচার করো
এখন তুমি ভালো মন্দ
অনেক কিছুই বুজতে পারো।
এখন তোমার সুখের ঘরে
বারো মাস শরৎ থাকে
তবু যখন একলা একা
আটকে থাকো স্মৃতির ফাঁকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন