বসন্ত সাজ এই ফেব্রুয়ারি ১৩, ২০১২
খোঁপায় পরেছি হলুদ গাঁদার ফুল,
কর্ণে দুলিয়েছি কিংশুকের দুল।
পরেছি পলাশ রঙা শাড়ী,
হাতে আমার কৃষ্ঞচূড়ার চুরি।
গলায় গোধূলি সূর্যৃ হার,
অশোকের নূপুর পায়ে আমার।
কপালে পরেছি শিমূল পাঁপড়ি টিপ,
হাতে ধরেছি ফাল্গুনী সন্ধ্যাতারার দীপ।
বহ্ণি হয়ে পোড়াতে এসেছি,
ফাল্গুনী আমি,
বলতো বসন্ত,কেমন সেজেছি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন