একলা রবি......
কেউ মোর ডাক শোনে আর না
-- তাই একলা চলি রে ।
আমার একলা পথের একলা পথিকএকলা আমি, আমার খেয়ালে,
যদি পরান চায়, একলা এসো
একলা ঘরের একলা মন্দিরে ।
কেউ মোর ডাক শোনে আর না
-- তাই একলা চলি রে ।
অভাগা নাম যে আমার, কপাল
দোষে একলা হলেম, তোমার ভিড়ে,
তবু মন রে চায়, উড়তে বাধা,
দেয় বারেবার পরান আমার,
একলা থাকার দায়ে ।
কেউ মোর ডাক শোনে আর না
-- তাই একলা চলি রে ।
একলা আমার যাত্রা শুরু,
একলাই তো শেষ, তবু মন রে
মরে কেদে কেদে, কিসের সেই খোঁজ,
একলা দুপুর, একলা ঘেমে, একলাই তো রই
তবু অবুঝ মনের কিসের খেলা
একলা কেন ভয় ।
একলা হতেই চেয়েছিলে তো,
আলোর বাতির কাছে, লাজ তবে
তুই রাখিস কেন মনের মাঝে সাজে,
একলা আধার সেও যে আসে, সুজ্যি টারে ফেলে
তাই একলাই চল মরণ ধরি,
নতুন খেলার ছলে ।
কেউ মোর ডাক শুনে আর না
-- তাই একলা চলি রে...।।