[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শনিবার, ২৩ জুন, ২০১২

ছোট্ট খাতা

 
ছোট্ট খাতা
আধ চোখ জাগা স্বপ্ন গুলোর
ঠোঁটে তার ডাক, মলিন চাদর;
ঘুম ছড়ানো তার ঘাম গায়ে
এক ফোঁটা আবেগের গরাগরিময়,
সুতর বুনটে জরাজরি করে
একটি শরীর আকুতিতে মরে,
কারাগার হয়ে যায় যেন সব
জানালার গায়ে রোদের কলরব,
দশ বাই দশ, ছোট্ট খাতার
খুন জখমের, হিসেবের ভার
কখনো দরজা সেঁটে দেয় কিছু
কুরিয়ারে আসে নীল কালি পিছু,
আরও দূর দুহাত এগলেই পরে
মুক্ত আকাশ জড়িয়ে ধরে
আত্মহত্যা কয় লোকে যারে,
আমার জীবন, আর আমার আমি ---- ওরা থাকে ওধারে.........।।

কোন মন্তব্য নেই: