[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ২৯ আগস্ট, ২০১২

আজ জন্মদিন তোমার



আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জ্যোসনাটা আরো সুন্দর, সন্ধাটা আগুন লাগা
 আজকের পৃথিবী তোমার জন্য ভোরে থাকা ভালো লাগা
 মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা
 তুমি এই দিনে পৃথিবীতে এসেছ , সুভেচ্চা তোমায়
 তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উচ্ছল দিন কামনায়
 আজ জন্মদিন তোমার
 তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
 তোমার জন্য হাসে অললন স্নিগ্ধ বিকেল
 ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে
 তোমার জন্য ফোটা পৃথিবীর সব গোলাপ
 তোমার জন্য এই কবিতা নয় সে গোলাপ
 আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে

অবুঝ

 

অবুঝ




বদ অভ্যাস আজও দেখি
অর্থ যদি জোটে,
লাভ কি হবে কেউ জানি না ?
নাচছে দেখি সবে।

মিথ্যাবাদী রাগ করিনি
তর্কে দশেমুখে, অর্থ যদি জোটে,
হেসে খেলে বছর ভরে
মিথ্যে, পাজি, মুখপোড়া সবাই মিলে বলে।

আশায় আশায় সব কাজেতে
"যদি" র আশায় বসে,
চুল চিরে সব উল্টে যাবে
বয়স ভাটার স্রোতে।

কথায় কথায় মারব ঘুষি
এখন লাইনে,
সময় এলে শান্ত হবে
সহজ কথায় বলে।

মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১২

ওবুঝ ভালবাসা...


তুমি আমার না বলা কিছু কথা,
         তুমি আমার কালো মেঘ ছাড়া সেই আকাশ,
                    তুমি আমার তারা ভরা রাত্রী,
                             তুমি আমার ওবুঝ ভালবাসা...


সোমবার, ২৭ আগস্ট, ২০১২

স্পর্শ

 

স্পর্শ


রক্তনদী ছলকে উঠে স্পর্শে তোমার
একটু হেলে একটু দোলে শরীর আমার।
স্পর্শতো নয় বৃষ্টি ঝরে গরম দিনে
খরায় পোড়ে শরীর আমার তুমি বিনে!
গরম শরীর শরম ভেঙ্গে স্পর্শ চায়
রক্তনদী উল্টো স্রোতে উজান যায়
স্পর্শে তোমার আমায় তুমি বরফ বানাও
উজান গাঙ্গের স্রোতটা আমার এখন থামাও!

অনান্দনিক জীবন বসবাস

 

অনান্দনিক জীবন বসবাস


তোমাকে দেখিনা কতোদিন ...
আজ আর লিখিনা কোথাও!
তুমি কেমন আছো ...
আজ আর জানতে চাইনা করো কাছে!
তুমি কি এখনও আমাকে ভালোবাসো ...
এ’কথা বলবে কে আমাকে আর!

জীবনটা বোধ করি এমনই ...!
বদলে যায়, বদলে যাবে; বদলে যেতে হয়, হচ্ছে, হবেই...!
বেঁচে থাকে শুধু নিঃশ্বাস, স্বপ্ন আর স্মৃতিদের দল।
আমরা ভালোবাসি আমাদেরই বেশি প্রায়,
আমরা গল্প লিখি আমাদেরই অসমাপ্ততার।
কোথা থেকে কে যেন দড়ি ধরে টানাটানি করে সর্বক্ষণ!
এই টান কখনও তোমার, কখনও আমার...।

এবং টানাটানির শেষ টানে আসে মৃত্যু,
এ সত্যও তোমার, আমার; সবার। নিরন্তন, চিরন্তন ...!
এইসব কবিতায় নান্দনিকতা তাই কম,
কী ক’রে করবো ব’লো নন্দনচর্চা...
যখন অনান্দনিক জীবনের মধ্যেই করি বসবাস...!
-----------------------------------------------------

কিস মি ম্যাম (১)

 

কিস মি ম্যাম (১)


এই শহরে কুনো এক প্রহরে
জমেছিল মেঘের আসর
এসো এসো ফাগুনে ফাগুনে

গাঁয়ের কিশোরী ভাঙা ভাঙা
গলায় কুনো এক বিকেলে
ভিড়েছিল ব্রাহ্মণ পাড়ায়

সান্ধ্য আলোও বুঝি
এই গলিতে বড় বেশি বেমানান
কুকুরের ডাকের সাথে
কি যেনও এক মিতালি

এই গলির মেয়েদের রঙে
ভিন গাঁয়ের তুলোতুলো মেঘ

হাসছে কিবা গাইছে
রবিন্দ্র সঙ্গিত

আমরা যারা মিছিলে যেতাম
মানব কিংবা মানবির দুঃখ প্রেমে
কাঁটা কাঁটা চুরির টানে

আধো আলোয় কি যেনও ফিস ফিস
এ মেয়ে কি হবে
আমাদের

এ মেয়ে গলায় পড়বে কি
মাতাল সমগিত

মিছিলে ছিল বুঝি
শেফালি, কামিনি, রহিমা
কিংবা মরিয়ম, আলভী

আছে পাঁচ নামি প্রসাধনি
আর তাদের নামি নামি
রঙ শিল্পী
কালো কে আলো
আলোকে কালো

করে দিবে একদিন

লজ্জাবতী লাজুক গলে
কিংবা ঢলে যায়
এই পাড়ায়
তার পরের পরের গলি