অনান্দনিক জীবন বসবাস
তোমাকে দেখিনা কতোদিন ...
আজ আর লিখিনা কোথাও!
তুমি কেমন আছো ...
আজ আর জানতে চাইনা করো কাছে!
তুমি কি এখনও আমাকে ভালোবাসো ...
এ’কথা বলবে কে আমাকে আর!
জীবনটা বোধ করি এমনই ...!
বদলে যায়, বদলে যাবে; বদলে যেতে হয়, হচ্ছে, হবেই...!
বেঁচে থাকে শুধু নিঃশ্বাস, স্বপ্ন আর স্মৃতিদের দল।
আমরা ভালোবাসি আমাদেরই বেশি প্রায়,
আমরা গল্প লিখি আমাদেরই অসমাপ্ততার।
কোথা থেকে কে যেন দড়ি ধরে টানাটানি করে সর্বক্ষণ!
এই টান কখনও তোমার, কখনও আমার...।
আজ আর লিখিনা কোথাও!
তুমি কেমন আছো ...
আজ আর জানতে চাইনা করো কাছে!
তুমি কি এখনও আমাকে ভালোবাসো ...
এ’কথা বলবে কে আমাকে আর!
জীবনটা বোধ করি এমনই ...!
বদলে যায়, বদলে যাবে; বদলে যেতে হয়, হচ্ছে, হবেই...!
বেঁচে থাকে শুধু নিঃশ্বাস, স্বপ্ন আর স্মৃতিদের দল।
আমরা ভালোবাসি আমাদেরই বেশি প্রায়,
আমরা গল্প লিখি আমাদেরই অসমাপ্ততার।
কোথা থেকে কে যেন দড়ি ধরে টানাটানি করে সর্বক্ষণ!
এই টান কখনও তোমার, কখনও আমার...।
এবং টানাটানির শেষ টানে আসে মৃত্যু,
এ সত্যও তোমার, আমার; সবার। নিরন্তন, চিরন্তন ...!
এইসব কবিতায় নান্দনিকতা তাই কম,
কী ক’রে করবো ব’লো নন্দনচর্চা...
যখন অনান্দনিক জীবনের মধ্যেই করি বসবাস...!
-----------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন