স্পর্শ
রক্তনদী ছলকে উঠে স্পর্শে তোমার
একটু হেলে একটু দোলে শরীর আমার।
স্পর্শতো নয় বৃষ্টি ঝরে গরম দিনে
খরায় পোড়ে শরীর আমার তুমি বিনে!
গরম শরীর শরম ভেঙ্গে স্পর্শ চায়
রক্তনদী উল্টো স্রোতে উজান যায়
স্পর্শে তোমার আমায় তুমি বরফ বানাও
উজান গাঙ্গের স্রোতটা আমার এখন থামাও!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন