একটা স্টেশনবিহীন রেললাইন, দু’পাশে অনন্তর বিস্তীর্ন গাছের সারি, একটা সীমান্ত এক্সপ্রেস। . দুরন্ত গতিতে পিছনে চলে যাচ্ছে গাছগুলো একটা গাছ জানালার কাছে আসছে, যেন একটা দানব, নিমেষে ভেঙে চুরমার করে দেবে সবকিছু । হঠাৎ ভয়াল কালো দানবটা ট্রেন এর জানালা ছুতে ছুতে মুহুর্তের মধ্যে চলে যাচ্ছে অজানায়, ফেলে আসা অনন্তর পথে । . যেতে না যেতেই আরো একটা দানব, আবারো সেই ছোবলের হাত, আবারো হারিয়ে যাওয়া অনন্তরে, তারপর আবারো তারপর আবার….. চলছে……..চলছে……. চলছি…..চলছি……………………..
শরতের আকাশে আজ সাদা মেঘ হয়ে ভাসবো গাছের ডালে গাইব গান দোয়েল পাখি হয়ে শরতের পবিত্র কাশ হয়ে দুলব সুখের বাতাসে কেউ ঠেকাতে পারবে না কারণ- প্রিয়জন আজ নিজে আমার সাথে কথা বলেছে
সবুজ ঘাসের উপর উড়ব বাংলার ঘাস ফড়িং হয়ে বাহারী প্রজাপতি হয়ে বসব প্রিয়ার চুলের খোঁপায় আজ সারা দিন পৃথিবীর সব ফুলের সাথে গল্প করব মনের সব আবেগের রং মেখে কারণ- প্রিয়জন আজ নিজে আমার সাথে কথা বলেছে
ভরা জোয়ারে সাগরের বুকে আজ টগর হব ঢেউয়ের দোলায় দোলায় চলে যাব বন্দরে শিউলি হয়ে ফুটব একান্ত নিরিবিলি নিশিথে নির্জনে তার পরনের শাড়ি হব কারণ- প্রিয়জন আজ নিজে আমার সাথে কথা বলেছে তাই শুধু টের পাই সে হৃৎপিণ্ডের বাতাস হয়ে বুকের মাঝে দোলে........