চাওয়ার যন্ত্রণা ছিল বলে
চাওয়ার যন্ত্রণা ছিল বলে,
বাড়ছে জীবন, বানের পানির সাথে সাথে,নাক ডুবা জলে
বার বার নিঃশ্বাসের জন্য জেগে উঠা;
মৃত্যুর মুখোমুখি বার বার জীবনের যুদ্ধ।
সেই থেকে বেঁচে থাকা!
ক্ষুধার জন্য, রিপুর জন্য,
প্রতিক্ষণের জন্য,ভাল লাগা মন্দ লাগার জন্য,
ঝড় বৃষ্টির জন্য,রাত দিনের জন্য,
আঁধার স্বপ্নের জন্য,অপেক্ষার জন্যও।
ঋতুর পালাবদল, চুপি চুপি নৈঃশব্দে কালের বংশ বৃদ্ধি
সরীসৃপের মত গায়ের খলস ছাড়া নো মাত্র!
কিন্তু জন্মের পর পরেছি শিকল
আহ্লাদের জীবন, জীবনভর বাঁধে পাঁজায় পাঁজায় স্মৃতি।
পাপ পণ্যের জটিল ম্যাথ,
আকণ্ঠ জীবনবোধ শরীর গাত্রে আঁকড়ে থাকে
শত ধ্বংস কালেও হয় না নষ্ট তার বিবেক সর্বস্ব বীজ।
এমন সৃষ্টিরহস্য ঘেরা জীবনে নিরর্থক অসহায়, অবাঞ্চিত,
অপরিপক্ক গৌণ বীজ বোধ হয়;
ফোটে না বীজে সারল্য শিশু স্বপ্ন,
মাটি ছেনায় আবিষ্ট কুমার পাড়ায় কুমারীর স্বপ্নবোনা শরীর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন