প্রিয়জন আজ কথা বলেছে...
শরতের আকাশে আজ সাদা মেঘ হয়ে ভাসবো
গাছের ডালে গাইব গান দোয়েল পাখি হয়ে
শরতের পবিত্র কাশ হয়ে দুলব সুখের বাতাসে
কেউ ঠেকাতে পারবে না
কারণ-
প্রিয়জন আজ নিজে আমার সাথে কথা বলেছে
সবুজ ঘাসের উপর উড়ব বাংলার ঘাস ফড়িং হয়ে
বাহারী প্রজাপতি হয়ে বসব প্রিয়ার চুলের খোঁপায়
আজ সারা দিন পৃথিবীর সব ফুলের সাথে গল্প করব
মনের সব আবেগের রং মেখে
কারণ-
প্রিয়জন আজ নিজে আমার সাথে কথা বলেছে
ভরা জোয়ারে সাগরের বুকে আজ টগর হব
ঢেউয়ের দোলায় দোলায় চলে যাব বন্দরে
শিউলি হয়ে ফুটব একান্ত নিরিবিলি নিশিথে
নির্জনে তার পরনের শাড়ি হব
কারণ-
প্রিয়জন আজ নিজে আমার সাথে কথা বলেছে
তাই শুধু টের পাই সে হৃৎপিণ্ডের বাতাস হয়ে
বুকের মাঝে দোলে........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন