কাঁক জীবন
....................................
ঐ দূর সন্ধার আকাশে
পাখিরা সব উড়া –উড়ি বন্ধ করে
করছে কিচির মিচির
ফিরবে বুঝি নীড়ে ।।
বেচারা কাক!নিজের ঘর নেই বলে
বৃক্ষের মগডালে ক্লান্ত বিলাপে কা কা করে
বোঝার মত পড়ে থাকে ।।
দিনের আলোয় যার দর্পিত গর্জন
রাতের আঁধারে হয়ে যায়
অতি ক্ষুদ্র পতঙ্গের অস্ফুস্টো গুঞ্জন ।।
আর এইভাবে
তিলে-
তিলে,
ধীরে-
ধীরে ,
নিস্বপ্ন ,
বিনা আকাঙ্ক্ষায়
বিকারে , বিভ্রমে
বিস্মরণে –
হয় তদ্রায় বিবশ ।।
যখন রবি উদয় হয়নি –
ঠিক তার আগে
না আরও আগে
কল কল ,ছল ছল রবে
কা কা করে জানান দেয় তার
নিজস্বতা ।।
সে আকাশের
মৃত্তিকার গর্ভজাত
সন্তান ।।