তুচ্ছ কেন তুমি ?
এত তুচ্ছ কেন তুমি?
হয়ে শামুক নিজেকে গুটিয়ে নিলে যে বড়
শত্রুর ছায়া নিয়তই দীর্ঘ্য
বৃষ্টিতে ভিজে অনাহারী কাক
এভাবে কি বেঁচে থাকা যায়!
এত তুচ্ছ কেন তুমি?
ভিজে পোষাক হরদম না নেমেই জলে
করবে জরীপ সমুদ্র গভীরতা!
এত তুচ্ছ কেন তুমি?
নেই কি তোমার গল্পগুচ্ছ. গীতিসন্ধ্যা নৃত্যমুখর উৎসব
বিক্রী করছো কবিতা সস্তা কাগজ দরে
ভুলো কি করে কবিতা তোমার অবয়ব!
এত তুচ্ছ কেন তুমি?
হয়ে সঙ্গী বুনো ইঁদুর বিশ্রী বেঁচে থাকা
কত আর হবে তুচ্ছ !
চুপসে তরবারী ঘাতকের ঘাম শুকে ।
এত তুচ্ছ কেন তুমি?
শুনে প্রেম আব্দার পাগলপারা
চুপসে তুমি চাপাতি রুটি !
গিয়ে দর্জির দোকান মাপো শরীর
ফেল বিম্ব জীবন আয়নায়
তুচ্ছ নও, তুচ্ছ নও তুমি
এখনো সংগোপন প্রেম যাচে তোমায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন