[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

চিঠি পরিযায়ী


 

পরিযায়ী চিঠি এদিকে ওদিকে সবদিকে ছোটে বেগে

সে চিঠি এখন আকাশে বাতাসে সে চিঠিই মেঘে মেঘে

 

পেরিয়ে সে চিঠি সাগর পাহাড় মরুপ্রান্তর বন

পৌঁছেই গেছে দিল্লি বেজিং ন্যুইয়র্ক লন্ডন।

 

সে চিঠি এখন সকাল দুপুর সন্ধ্যা কিংবা রাতে

কিছুটা হলেও কবিতার মত এর ওর তার হাতে

পড়েছে সে চিঠি অন্তত কিছু রাত্রির নির্জন

পড়েছে হয়তো তোমার মতনই কোনো বিদুষীর মন।

 

যে পড়েছে সে তো আর যেই হোক তুমি নও তুমি নও

কি করে বা পড়ো তুমি কি আমার আপন দুঃখ হও!

কোন মন্তব্য নেই: