না বলা কথা আজ বলিতে চাই
লাজ, সংশয় আমায় বলিতে দেয়না কিছু
কোথা হতে এসে বাধা দেয় পিছু পিছু;
তাই একটি কথা আজও বলিতে পারি নি,
একটি বারের তরে কেউ শুনিতেও চাহে নি!
না কি, কেউ চেয়েছিল শুনিতে, অন্তরে অন্তরে
সে’ও কি লাজে, সংশয়ে প্রকাশেনি বাহিরে?
যদি শুনিতে চেয়ে থাকে কেউ, কে সে-
রংধনু আকিতে চেয়েছিল এ মেঘলা আকাশে?
সে কি রাজ কাননের গোলাপ, না কি বনফুল?
সে কি বাধে খোঁপা, নাকে পড়ে নাক-ফুল?
যে হও তুমি, আজ সে কথা বলিতে চাই
আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়।
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~