নীল ছোঁয়া স্বপ্ন
জানুয়ারি ২৫, ২০১২ |
জানুয়ারি ২৫, ২০১২ |
সখি আকাশ থেকে তোমায়
কিছু নীল রঙ এনে দেব
দু’নয়নের মনিকোঠায় করে
তুমি কি নেবে না
তোমার নয়ন সাগর ভরে?
তুমি যে নীল নয়না ।
নীলাম্বরী নীল আবরণে ঘেরা
আকাশের ওই নীলিমা থেকে
টুকরো টুকরো ধূসরতা গুলো
মুঠি ভরে রেখে দেব,
শুধু তোমায় রাঙাবো
নীল ছোঁয়া জোছনায়।
সখি আঁখির ডানা কি মেলবে না?
গাংচিল চোখে নীলাকাশ নিয়ে
নীল সাগরে উড়বে না?
তুমি যে নীল নয়না।
গোলাপী অধর ছুঁয়ে যাবে তোমার
নীল শীতল স্পর্শতায়,
কপালে তোমার খেলা করবে
মেঘ-রৌদ্র ছাঁয়ায়।
নীল-সাদা-ধূসরতার মায়ায়,
সে ক্যানভাসে পরাবো তোমায়
আকাশনীল টিপ।
সখি তোমার সঙ্গে হারিয়ে যাবো
নীল সাগরের নীল আকাশ ঢাকা
সেই নিঝুম দ্বীপ।
কিছু নীল রঙ এনে দেব
দু’নয়নের মনিকোঠায় করে
তুমি কি নেবে না
তোমার নয়ন সাগর ভরে?
তুমি যে নীল নয়না ।
নীলাম্বরী নীল আবরণে ঘেরা
আকাশের ওই নীলিমা থেকে
টুকরো টুকরো ধূসরতা গুলো
মুঠি ভরে রেখে দেব,
শুধু তোমায় রাঙাবো
নীল ছোঁয়া জোছনায়।
সখি আঁখির ডানা কি মেলবে না?
গাংচিল চোখে নীলাকাশ নিয়ে
নীল সাগরে উড়বে না?
তুমি যে নীল নয়না।
গোলাপী অধর ছুঁয়ে যাবে তোমার
নীল শীতল স্পর্শতায়,
কপালে তোমার খেলা করবে
মেঘ-রৌদ্র ছাঁয়ায়।
নীল-সাদা-ধূসরতার মায়ায়,
সে ক্যানভাসে পরাবো তোমায়
আকাশনীল টিপ।
সখি তোমার সঙ্গে হারিয়ে যাবো
নীল সাগরের নীল আকাশ ঢাকা
সেই নিঝুম দ্বীপ।