হৃদয় ভাঙ্গা স্বপ্ন সিড়ি
স্বপ্নের সিড়ি বেয়ে তুমি এসেছিলে প্রিয়া
মোর হৃদয় পদ্ম পুকুরে,
যে টুকু জল ছিল সব নিয়ে নিলে
তোমার শূন্য হৃদয় কলসি ভরে।
কাদা মাটি মন মোর পরে রইল
অশ্রু ভেজা নির্বাক নয়নে।
জলহীন ভালোবাসার ফাটল ধরা পুকুরে
শেওলা জমেছে আজ তার পরতে পরতে।
পরকে করেছো আপন তুমি
আজ আপনকে করেছো পর,
অচীন কুমারের হাত ধরেছো
বাধবে সুখের ঘর।
হৃদয় তেপান্তরে উঠেছে তাই শুষ্ক মরু ঝড়,
তোমার ভালোবাসা করেছে মোরে একাকি দেশান্তর।
প্রিয়া তুমি সুখে থেকো
স্মৃতি টুকু মনে রেখ,
দুপুরের খর তাপে হেটেছিলাম দুজনে,
শান-বাঁধান ঘাটে বসেছিলাম ছায়াতরু নির্জনে,
ঢেউ তুলেছিল পুকুরের জল তোমার খিলখিলি হাসিতে,
স্বাক্ষি ছিল একটি নীল পদ্ম শীতল জলরাশিতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন