আমার শরীর কাঁদে শেষবেলায়
নিরাপদ ঘরে,
যেখানে কান্না গুলো রাখে
অনাদর ঝড়ে।
শেষমেশ হেরেই গেলাম
তোমার জাগরণের খেলায়,
তুমি আজও ঘরময় রাখো
আমার আবদার মেলা,
শুধু আমার কাছে নেই
প্রশ্ন আরও কিছু
বেঁধে নিতে কয়েকটি ক্ষণ
আরও তোমার চোখে,
সেখানে আমি হলুদ রঙে
একটা লোভের ছবি;
কখনো ভাবোইনি আমায়
যা তোমায় আমি ভাবি,
আমি গর্ব, আমি অলঙ্কার,
তোমার অঙ্গে মিশিয়ে
তবু আমি পোড়া ছাই
দিন শেষে, ওই আলোয়ানে,
আজ সমাপ্ত এই কাহিনী
তুমি, আমি কিম্বা সে,
আজ অনিমেষ পলকে নীল তুমি
আমার অচ্ছুৎ শরীর দেশে...।।