এলোকেশী,
পত্রখানি আজি মোর
তোমার নূতন সাজে,
রাঙা সিঁথির তলে রাখা
চোখদুটি লাজে ।
এলোকেশী,
চললে কোথা
দুরের মাঠ পানে,
চঞ্চলতা বয়ে বেড়াও কেমন
এখনো এ মনে ।
এলোকেশী,
ঝড়ে উড়ায় আঁচলখানি
দুর্বার গতিময়
তুমি বৃষ্টি ভেজা সবুজ
রঙের দাবি রাখি আমি ।
এলোকেশী,
বারান্দার গরাদ ঘর
অন্তরের তুমি কলরব,
শিশির ভেজা ঘাসের 'পরে
চোরা কাঁটার আদর ।
এলোকেশী,
তুমি শুভ্র, নির্মল,
ছুঁতে চাই, তবে বেহিসেবি
পাপ পুণ্যের কোনধারে
কাঙাল ফেরে রবি ।
এলোকেশী,
আজ দুদণ্ড থেকে যাও
এ অজাতের ঘরে,
ভালবাসার পাত্র ভরে দেব
আবেশ, তোমায় পাওয়ার
-- কল্পনার সুরে...।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন