নিজেকে ছেড়ে পালানোর আর কোন পথ খোলা নেই ,
মেঘ ছুয়ে দুরে যেতে ইচ্ছের আশাই এখন সামনে।
তবুও অশ্রু লুকাই মেঘের ছায়ায় সন্ধ্যা খুজি ,
শূন্য দিয়ে সুত্রপাত জীবনের শেষ প্রান্ত শূন্য ,
তথাপী জানালা খুলে নিঃশ্বাস নেই , তারা হীন নির্জন
আধারে। ক্ষু্দ্র স্বপ্নজালে অস্থিরতার বিশাল ফোকর।
পথে পথে হেটে অনেক ক্লান্ত আজ আমি ,
ফিরে যাবার পথটই দীর্ঘ করেছি প্রাপ্তি শুধু
ঘরছাড়া ধূলোমাখা দীর্ঘশ্বাস।একটু জোৎস্না রেখো
আমি আসব ফিরে কোন এক রাতে।