হে নগ্নতমা তুমি
২৯ শে জুলাই, ২০১২
হে নগ্নতমা তুমি বিরাজমান কখনো আলো কখনো আধারে।
সুখ ভেবে নীল রং ছোয়াই,
দুঃখ জড়াই কালো মেঘে।
কষ্ট যে কত রঙের...আমি এক সাজে
সে আসে ভিন্ন সাজে।
সব মিলে বেদনার রংধনু আমার আকাশে।
আপন মানুষের জন্য আবেগ
নিঃস্বার্থ গোধূলী লগ্নের মত মায়াবী।
তথাপী বাধন ছিড়ে স্তব্ধতার দৃষ্টি আমি বয়ে চলি,
কেমন করে জানি সব স্মৃতির পাতায় জমতে থাকে।
হারিয়ে গিয়েও হারেনা কোথায় যেন এক টুকরো কষ্ট
পড়ে থাকে কখনো কখনো ডুকরে কাঁদে।
অবর্তমান তুমি অস্ত্বিত্তে আকাশের মত,
সময়ের সকল দুয়ারে দাড়িয়ে, তুমি আজ
আমি হীন স্বপ্ন পূজায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন